image

পল্লবীতে দলবদ্ধ ধর্ষণ, ৯৯৯-এ ফোন করে উদ্ধার, গ্রেপ্তার ২

বুধবার, ১৯ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর পল্লবীতে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (১৮ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে পুলিশ তাঁকে উদ্ধার করে।

এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি এনামুল হক (৩৮) ও তাঁর সহযোগী হামিদুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন।

ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি