ভেড়ামারায় ১৭ ভাটাকে জরিমানা ৪৩ লাখ টাকা

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৪৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া একটি ইটভাটার ইট পোড়ানো চুলার (কিলন) কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়। রোববার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভেড়ামারা ১২ মাইল ও এর আশপাশে অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহীদা পারভীন। কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান জানান, কুষ্টিয়া জেলায় মোট ১২৬টি ইটভাটা রয়েছে। যার মধ্যে মাত্র ১৮টি ইটভাটার বৈধ লাইসেন্স রয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» মানিকগঞ্জে গত ১৬ বছরে গ্যাস না দিয়ে জনগণের ৪০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে তিতাস

» গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত ৩ জনের আদালতে স্বীকারোক্তি

সম্প্রতি