image

এলডিপির মহাসচিব রেদোয়ানের জামিন আবেদন নামঞ্জুর

মঙ্গলবার, ১০ মে ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে গুলি করার ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদসহ চারজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ মে) দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭-এর বিচারক আবু বকর সিদ্দিক এই আদেশ দেন।

বাদিপক্ষের আইনজীবী শাহজালাল মিঞা শিপন জানান, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে রেদোয়ান আহমেদ হত্যার উদ্দেশে অতর্কিতে গুলি ছুড়েন। আমরা আদালত জামিনের বিরোধিতা করে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি। আদালত আমাদের যুক্তি-তর্ক আমলে নিয়ে আসামিদের জামিন নামঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গতকাল সোমবার (৯ মে) বিকেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি পুনর্মিলনীর আয়োজন করেন। দুপুর ১টার পর থেকে ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করে। দুপুর ২টা ৩০ মিনিটে রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সাথে কথা হয়। এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ একই স্থানে এলডিপির প্রোগ্রাম করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও প্রোগ্রাম করবেন না বলে জানান।

এ সময় তিনি গাড়ি নিয়ে ফিরে যাওয়ার সময় কোনো এক ছাত্রলীগ কর্মী রেদোয়ান আহমেদের গাড়িতে তরমুজ ছুড়ে। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দু’টি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়।

এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রেদোয়ান আহমেদসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি