image

চকবাজারে অগ্নিকাণ্ড : হোটেল মালিক আটক

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর চকবাজারের কামালবাগ দেবীদ্বারঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হোটেলের ৬ কর্মী নিহতের ঘটনায় হোটেল মালিককে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোররাতে কেরানীগঞ্জের সুভাদ্দা থেকে তাকে আটক করা হয়। তার নাম ফকর উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম।

তিনি জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামের ওই হোটেল থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ওই ভবনের অন্যান্য ফ্লোরে থাকা প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

এর আগে, গতকাল দুপুর ১২টায় ওই কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি