সাবেক ছাত্রনেতা গাজী জাহাঙ্গীর আলম ইশান শহীদ বিধান স্মৃতি সম্মাননা পেয়েছেন। গত রোববার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে শহীদ বিধান স্মৃতি পরিষদের উদ্যোগে “যাদের রক্তে মুক্ত স্বদেশ আমরা তোমাদের ভুলবো না” আলোচনা অনুষ্ঠানে এ সন্মননা পদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সন্মননা প্রদান করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কবি ও কথা সাহিত্যিক অর্নব আশিক। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমীর উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ। বিশেষ অতিথি ছিলেন ভারতের পশ্চিম বঙ্গের কন্ঠশিল্পী কৃষ্ণা ঘোষ, সুবাশীষ ঘোষ ঠাকুর, আত্রেয় ঘোষ ঠাকুর, দেবযানীদাস প্রমুখ।
আন্তর্জাতিক: পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক ইমরান
আন্তর্জাতিক: গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা