image

নড়াইলে এসএম সুলতানের শিশুস্বর্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
প্রতিনিধি, নড়াইল

নড়াইলে শিশুস্বর্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় তিনটি গ্রæপে ৮০ শিশুশিল্পী চিত্রাঙ্কনে অংশগ্রহণ করে। রঙতুলিতে শিশুরা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে।

এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল।

এছাড়া উপস্থিত ছিলেন-চিত্রশিল্পী বলদেব অধিকারী, অনাদী বৈরাগী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সংগ্রহশালার সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী সমীর মজুমদার, নয়ন বৈদ্যসহ অনেকে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি