তার কথা কি বলবো। তিশা বা সাবরিনা তো তাও কথা বলতে পারে। হিরো আলম তো সেটাও পারে না’ বলেন রোয়াজা। এমন পাবলিক প্লেসে তাদের না আসাই উচিত বলে জানান এই তরুণী।
মুশতাক-তিশা দম্পতিকে ও হিরো আলমকে বইমেলা থেকে ধাওয়া দিয়ে বের করে দিলেও সাবরিনাকে এই ধাওয়ায় পড়তে হয়নি। তবে তাদের বই বিক্রি মেলায় আসা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। মানুষ এ ঘটনার পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে যান।
তারা কেউই পেশাদার বা জনপ্রিয় কিংবা গুরুত্বপূর্ণ লেখক না হলেও তাদের বই প্রচুর বিক্রি হয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
তার কথা কি বলবো। তিশা বা সাবরিনা তো তাও কথা বলতে পারে। হিরো আলম তো সেটাও পারে না’ বলেন রোয়াজা। এমন পাবলিক প্লেসে তাদের না আসাই উচিত বলে জানান এই তরুণী।
মুশতাক-তিশা দম্পতিকে ও হিরো আলমকে বইমেলা থেকে ধাওয়া দিয়ে বের করে দিলেও সাবরিনাকে এই ধাওয়ায় পড়তে হয়নি। তবে তাদের বই বিক্রি মেলায় আসা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। মানুষ এ ঘটনার পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে যান।
তারা কেউই পেশাদার বা জনপ্রিয় কিংবা গুরুত্বপূর্ণ লেখক না হলেও তাদের বই প্রচুর বিক্রি হয়েছে বলে জানা যায়।