১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও নৃশংস অত্যাচার থেকে রক্ষা পেতে কোটি কোটি মানুষ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে দুর্বিষহ জীবন-যাপন করেছিলো। মুক্তিযুদ্ধের সময় নওগাঁর অধিকাংশ মানুষ শরনার্থী হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে আশ্রয়ে নেন। ওই সব শরণার্থীদের দুর্ভোগ-দুদর্শার চিত্র তুলে ধরতে ‘রোড টু বালুরঘাট’ নামে প্রতীকী পদযাত্রার আয়োজন করে নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ।
আজ শনিবার সকাল ১০টায় শহরের তাজের মোড় থেকে এ প্রতীকী পদযাত্রা শুরু হয়। প্রতীকী পদযাত্রাটি শহরের ব্রিজের মোড়, বই পট্টি হয়ে শহরের পুরাতন কালেক্টরেট চত্বর মাঠে গিয়ে শেষ হয়। একুশে পরিষদ নওগাঁর সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ পদযাত্রায় অংশ নিয়ে একাত্তরে ভারতে শরণার্থী হিসেবে গমনকারী বাঙালিদের দুঃখ-দুদর্শার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেন।
সংগঠনটির সভাপতি এ্যাডভোকেট ডি.এম আব্দুল বারী জানান- ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বর্বরোচিত অত্যাচার, নিপীড়ন, গণহত্যা থেকে বাচঁতে যুদ্ধের শুরু থেকে এপ্রিল মাসের প্রথমভাগে পায়ে হেঁটে নওগাঁর সড়ক হয়ে হাজার হাজার মানুষ শরণার্থী হিসেবে ভারতের বালুরঘাটে আশ্রয় নেয়। সেসময় চলার পথে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। শরণার্থীদের ক্লান্তি ও দুর্ভোগ দুর্দশার স্মরণ করতে এবং সেসব চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন।
বিজ্ঞান ও প্রযুক্তি: সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড ২০২৫: চ্যাম্পিয়ন প্রিয়শপ
বিজ্ঞান ও প্রযুক্তি: নগদে লেনদেন করে স্কুটি জিতে নিলেন ময়মনসিংহের সোহেল
বিজ্ঞান ও প্রযুক্তি: টাওয়ারকর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে হুয়াওয়ের সচেতনতামুলক অনুষ্ঠান