রাজধানীর উত্তরার গ্যালারী কায়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে "২০তম বার্ষিকী প্রদর্শনী" শীর্ষক গ্রুপ প্রদর্শনী। গ্যালারী কায়া এর 20 তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে এ অনুষ্ঠানটির আয়োজন করেছে। ১৫ দিনব্যাপী এ আয়োজনে দেশের ৩৫ জন আধুনিক ও সমসাময়িক শিল্পীদের শিল্পকর্শের প্রদর্শনী চলবে।
৫জুলাই সন্ধ্যা ৬টায় গ্যালারি প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব উর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি ও শিল্প সমালোচক শামসুল ওয়ারেস।
অংশগ্রহণকারী শিল্পীরা হলেন- আবদুস শাকুর শাহ, আবুল বারক আলভী, আহমেদ শামসুদ্দোহা, আলোপটগিন তুষার, আশরাফুল হাসান, অতীন বসাক, চন্দ্র ভট্টাচার্য, চন্দ্র শেখর দে, দেবদাস চক্রবর্তী, গণেশ হ্যালোই, গৌতম চক্রবর্তী, হামিদুজ্জামান খান, হামিদুজ্জামান খান, কামালউদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম। , কনক চানপা চাকমা, কাজী আব্দুল বাসেত, এম.এফ. হোসেন, মনু পারেখ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইকবাল, মুর্তজা বাসির, নিতুন কুন্ডু, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, রঞ্জিত দাস, রতন মজুমদার, সমরজিৎ রায় চৌধুরী, সমীরণ চৌধুরী, সনৎ কর, শাহানুর মামুন, শহীদ কবির, শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম। সুনীল দাস।
গ্যালারী কায়া দ্বারা আয়োজিত এই প্রদর্শনীটিতে ১৯৭৭ থেকে ২০২৪ সালের মধ্যে করা তেল, এক্রাইলিক, চারকোল, মিশ্র মিডিয়া, কালি, কলম, এচিং, সেরিগ্রাফ, উডকাট ওয়াটার কালার এবং মিশ্র মাধ্যমের কাগজ ও ক্যানভাসে ৬৮টি শিল্পকর্মের প্রদর্শন হচ্ছে।
প্রদর্শনীটি ১৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১;৩০ টা থেকে রাত ৮;০০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
রোববার, ০৭ জুলাই ২০২৪
রাজধানীর উত্তরার গ্যালারী কায়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে "২০তম বার্ষিকী প্রদর্শনী" শীর্ষক গ্রুপ প্রদর্শনী। গ্যালারী কায়া এর 20 তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে এ অনুষ্ঠানটির আয়োজন করেছে। ১৫ দিনব্যাপী এ আয়োজনে দেশের ৩৫ জন আধুনিক ও সমসাময়িক শিল্পীদের শিল্পকর্শের প্রদর্শনী চলবে।
৫জুলাই সন্ধ্যা ৬টায় গ্যালারি প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব উর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি ও শিল্প সমালোচক শামসুল ওয়ারেস।
অংশগ্রহণকারী শিল্পীরা হলেন- আবদুস শাকুর শাহ, আবুল বারক আলভী, আহমেদ শামসুদ্দোহা, আলোপটগিন তুষার, আশরাফুল হাসান, অতীন বসাক, চন্দ্র ভট্টাচার্য, চন্দ্র শেখর দে, দেবদাস চক্রবর্তী, গণেশ হ্যালোই, গৌতম চক্রবর্তী, হামিদুজ্জামান খান, হামিদুজ্জামান খান, কামালউদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম। , কনক চানপা চাকমা, কাজী আব্দুল বাসেত, এম.এফ. হোসেন, মনু পারেখ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইকবাল, মুর্তজা বাসির, নিতুন কুন্ডু, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, রঞ্জিত দাস, রতন মজুমদার, সমরজিৎ রায় চৌধুরী, সমীরণ চৌধুরী, সনৎ কর, শাহানুর মামুন, শহীদ কবির, শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম। সুনীল দাস।
গ্যালারী কায়া দ্বারা আয়োজিত এই প্রদর্শনীটিতে ১৯৭৭ থেকে ২০২৪ সালের মধ্যে করা তেল, এক্রাইলিক, চারকোল, মিশ্র মিডিয়া, কালি, কলম, এচিং, সেরিগ্রাফ, উডকাট ওয়াটার কালার এবং মিশ্র মাধ্যমের কাগজ ও ক্যানভাসে ৬৮টি শিল্পকর্মের প্রদর্শন হচ্ছে।
প্রদর্শনীটি ১৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১;৩০ টা থেকে রাত ৮;০০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।