প্রদর্শনীতে দর্শনার্থীদের আলোকচিত্র সম্পর্কে বলছেন সোহরাব আলম
সংবাদের প্রধান আলোকচিত্র সাংবাদিক মোঃ সোহরাব আলমের একক আলোকচিত্র প্রদর্শনী মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্লিয়ারওয়াটার বিচের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে । গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এক দর্শনার্থীকে ছবি উপহার দিচ্ছেন সোহরাব আলম
আলোকচিত্র প্রদর্শনীর বিষয় ছিল ‘বাংলাদেশ ও ফ্লোরিডার প্রাকৃতিক দুর্যোগ’।
এক দিনের এ প্রদর্শনীতে ক্লিয়ারওয়াটার শহরের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে একদল দর্শনার্থী
মার্কিন ও বাংলাদেশী বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ আলোকচিত্র প্রদর্শনী উপভোগ করেন। তারা মনযোগ দিয়ে আলোকচিত্র দেখেন এবং আলোকচিত্র সম্পর্কে জানতে চান। সোহবার আলম আলোকচিত্রগুলোর বিভিন্ন বিষয় নিয়ে দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।