image

তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকার তোপখানা সড়কে জাতীয় প্রেস ক্লাবের উল্টোদিকে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনাটি শুক্রবার রাত পৌনে আটটার দিকে সংঘটিত হয়। সাংস্কৃতিক সংগঠনটির দোতলার কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সাড়া দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের চারটি ইউনিট প্রেরণ করা হয়। আধা ঘণ্টার চেষ্টার পর রাত ৮টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুন লাগার সংবাদ পাওয়ার পর উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন জানান, আধা ঘণ্টা আগে সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে এবং তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলামের বর্ণনা অনুযায়ী, প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে আরও একটি ইউনিট সহায়তায় যোগ দেয়।

সংগঠনটির একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর ঘটনাস্থলে নিচে অবস্থান করছিলেন। তিনি বলেন, তাদের কার্যালয়ে আগুন জ্বলছিল এবং ভেতরের দিকে অবস্থিত তাদের কক্ষেও আগুন দেখা গিয়েছিল। তারা বাইরে থাকলেও অগ্নিনির্বাপণকারীদের আগুন নেভানোর চেষ্টা চলছিল।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান আরও জানান, সন্ধ্যা সাতটা ৪২ মিনিটে তারা আগুনের খবর পান এবং চার মিনিটের মধ্যে প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং নিয়ন্ত্রণে আনার পরও চারটি ইউনিট পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত ছিল।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি