image

সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার-২০২০ পেলেন হাসান ফেরদৌস

মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক

বাংলা একাডেমি প্রবর্তিত দ্বি-বার্ষিক সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়েছে।এবার এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রাবন্ধিক হাসান ফেরদৌস।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২১-এর সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।

নিউইয়র্ক-প্রবাসী মননশীল লেখক হাসান ফেরদৌস দীর্ঘদিন থেকে লেখালেখির সঙ্গে জড়িত। তার লেখা বইগুলোর মধ্যে ১৯৭১: বন্ধুর মুখ শত্রুর ছায়া, যুদ্ধের আড়ালে যুদ্ধ, নক্ষত্র পুত্র, ছয় জাদুকর, নিউইয়র্কের খেরোখাতা, ‘রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও দুই হ্যারিয়েট’, ‘একাত্তর, যেখান থেকে শুরু’, দৃশ্যকাব্য, অনেককথা অল্পকথায়, ‘নাগরিক সময় ও প্রাসঙ্গিক চিন্তা’, অন্য সময় অন্য পৃথিবী, মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা, ‘পিকাসোর তিন রমণী: গাট্রুর্ড স্টাইল’, ‘মারি-তেরেস ও জেনেভিয়েভ’, এবং ‘বৃষ্টিকে নিয়ে রূপকথা’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি