image
‘হাছনজানের রাজা’ নিয়ে মঞ্চে প্রাঙ্গণেমোর

‘হাছনজানের রাজা’ নিয়ে মঞ্চে প্রাঙ্গণেমোর

সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
সাংস্কৃতিক বার্তা পরিবেশক

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতিয়নাট্য শালা মিলনায়তনে আগামী ২৯ তারিখ শুক্রবার সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে নাটক ‘হাছনজানের রাজা’। মরমী গীতিকবি হাছন রাজাকে নিয়ে এ নাটকটি লিখেছেন শাকুর মজিদ এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।

এটি নাট্যদল প্রাঙ্গণেমোর এর বেশ ভালোএকটি প্রযোজনা।

‘হাছনজানের রাজা’ নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। সংগীত পরামর্শক সংগীতশিল্পী সেলিম চৌধুরী এবং সংগীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু। আলোক পরামর্শক ঠা-ু রায়হান। পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।

গেলো বছরের শুরুর দিকে ‘প্রাঙ্গণেমোর’ মঞ্চে এনেছে দুটি নতুন নাটক- ‘কৃষ্ণচূড়া দিন’ এবং ‘মেজর’। পাশাপাশি সবমিলিয়ে ৮টি নাটকের মোট প্রদর্শনী করেছে ১৫টি। করোনা পরিস্থিতির কারণে মঞ্চস্থ করা সম্ভব হয়নি অনন্ত হিরার লেখা দুটি নাটক ‘পতাকা পাগল’ ও ‘কবির দেশে অষ্টমাদল’।

প্রাঙ্গণেমোরের ১৫টির প্রদর্শনীর ১০টি নিজেদের আয়োজনে, ৫টি ঢাকার বাইরে বিভিন্ন দলের আমন্ত্রণে করেছে। প্রদর্শনী হওয়া প্রাঙ্গণেমোরের ৮টি নাটকের মধ্যে রয়েছে- ‘আওরঙ্গজেব (২টি)’, ‘ঈর্ষা (১টি)’, ‘আমি ও রবীন্দ্রনাথ (২টি)’, ‘কনডেমড সেল (৩টি)’, ‘মাইকেল মধুসূদন (১টি)’, ‘হাছনজানের রাজা (১টি)’, ‘কৃষ্ণচূড়া দিন (২টি), ও ‘মেজর (৩টি)’। প্রাঙ্গণেমোর এ বছর শুরু করছে হাছনজানের রাজা নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে। চলতি বছরে একাধিক নতুন নাটক আনার প্রস্তুতি নিচ্ছে এ নাট্যদলটি।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি