image

নারায়ণগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে হলি উইলস স্কুল আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে৷

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে নারায়ণগঞ্জ টিভির মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ। পুরস্কার বিতরনের আগে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুরা ছবি একে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়৷ তাদের মধ্যে ৩০ জনকে পুরষ্কৃত করা হয়৷ অনুষ্ঠানে হলিউইলস স্কুলের শিক্ষক-অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশ নেয়া ক্ষুদে শিল্পীদের অভিভাবকরা।

সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দীর্ঘ সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত সঠিক কাজ করেছে সরকার৷ করোনা মহামারির জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ রাখা সরকারের ভুল সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেণ, একারণে শিক্ষার্থীরা পড়াশোর ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এই ক্ষতি পূরণের জন্য সপ্তাহে ছয়দিনই পাঠদান প্রয়োজন৷ অথচ সেটা না করে সপ্তাহে একদিন ক্লাশ করার নিয়ম করা হয়েছে৷ এমনটা হওয়া উচিত ছিল না৷ এমন সিদ্ধান্ত পরিবর্তন করে প্রতিদিনই স্কুলে পাঠদান চালু করা জরুরি বলে তিনি অভিমত দেন৷

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি