image

নজরুল সঙ্গীত সংকলন ‘কথার কুসুমে গাঁথা’

শনিবার, ২৭ নভেম্বর ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাঙালি সংস্কৃতি, দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবোধ তথা নজরুলের সামগ্রিক আদর্শকে সমুন্নত ও আরো জনপ্রিয় করার লক্ষ্যে নজরুল সঙ্গীত অনুরাগী শিল্পীদের সমন্বয়ে ‘সুরাঙ্গন’ ফাউন্ডেশন নিবেদিত নজরুল সঙ্গীত সংকলন ‘কথার কুসুমে গাঁথা’ শিরোনামে নজরুলের ৮টি গানের কিছু অংশ নিয়ে মেডলি আকারে একটি সংক্ষিপ্ত সংকলন প্রকাশ হবে আজ ২৭ নভেম্বর ২০২১ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এই সংক্ষিপ্ত সংকলনটি একই সময় facebook Ges YouTube এর মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করা হবে।

মেডলি বিষয়টি নতুন নয়। বাংলা এবং বিভিন্ন ভাষায় কয়েকটি গানের কিছু অংশ যুক্ত করে উপস্থাপন করবার এই পদ্ধতিটি বহুল প্রচলিত এবং একটি স্বীকৃত ধারা। জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। উদ্যোক্তাদের নজরুলের গানকে আরো জনপ্রিয় করবার এই উদযোগটির সাফল্য কামনা ও অভিনন্দন জানাতে এই মিলন সন্ধ্যায় উপস্থিত থাকবেন অনেক নজরুল সংগীত শিল্পী এবং কলাকুশলীরা।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি