image

প্রবাসী সাংবাদিক খান লিটনের একক ভিডিও প্রদর্শনী

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

গতকাল বুধবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে জার্মানিপ্রবাসী লেখক গণমাধ্যমকর্মী ও জার্মানি বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটনের সংবাদের একক ভিডিও প্রদর্শনী ও তাঁর লেখা ‘ফিরে দেখার জগাখিচুড়ি’র বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এ অনুষ্ঠানে গুণীজন সম্মাননাও দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির চাকাই সচল রাখেন না, তাঁরা বাংলা সংস্কৃতি তুলে ধরেন বিশ্বময়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক প্রধান শফি আহমেদ তালুকদারসহ।

জার্মানি বাংলা প্রেসক্লাব ও অস্ট্রেলিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করেছে এনএনসি। চন্দ্রানী চন্দ্রার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ছিলেন মাসুম বিল্লাহ। সহযোগিতায় ছিলেন এনএনসির কর্মকর্তা লুৎফর রহমান, এমদাদুল হক ভূঁইয়া, মো. হুমায়ন কবির ভূঁইয়া।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি