ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করা হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরে । রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির পাশে দাঁড়ালো অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২৭ মার্চ রাতে (বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৭টা) ছিল অস্কারের মহাযজ্ঞ। বিরতিতে ইউক্রেনের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালনের আহ্বান জানাতে মঞ্চে বিশেষ বার্তা দেখিয়েছেন অনুষ্ঠানের দুই প্রযোজক উইল প্যাকার ও শাইলা কাওয়ান। একইসঙ্গে টিভি দর্শকদের প্রতি ইউক্রেনের শরণার্থীদের জন্য যার যতটা সম্ভব অনুদান দেওয়ার আবেদন জানিয়েছে অস্কার আয়োজকরা।
মূল আয়োজন শুরুর আগে ৯০০ ফুট দীর্ঘ লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন অস্কার মনোনীতরা ও অন্য তারকারা। তাদের মধ্যে অনেকে ইউক্রেনকে সমর্থন জানিয়েছেন। ‘অ্যাকুয়াম্যান’ তারকা জেসন মোমোয়ার হাতে ইউক্রেনের পতাকার রঙের রুমাল দেখা গেছে।
আমেরিকান অভিনেত্রী জেমি লি কার্টিস, সংগীতশিল্পী ডায়ান ওয়ারেন, দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী ইয়া-জাঙ উনসহ অনেকে ‘উইথ রিফিউজিস’ লেখা নীল রঙা ফিতা হাতে রেখেছেন। এসব ফিতা সরবরাহ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। শুধু ইউক্রেন নয়, সারা বিশ্বে বাস্তুচ্যুতদের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন তারা।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালক ছিলেন তিন জন নারী। এবারের আসরে হলিউডের সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির মধ্যে অন্যতম ‘দ্য গডফাদার’ মুক্তির ৫০ বছর পূর্তি উদযাপন করেছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। ছবিটির পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং দুই অভিনেতা আল পাচিনো ও রবার্ট ডি নিরো একসঙ্গে মঞ্চে আসেন। ইন মেমোরিয়াম আয়োজনে গত ১২ মাসে মারা যাওয়া চলচ্চিত্র জগতের গুণীদের স্মরণ করা হয়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ২৮ মার্চ ২০২২
ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করা হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরে । রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির পাশে দাঁড়ালো অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২৭ মার্চ রাতে (বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৭টা) ছিল অস্কারের মহাযজ্ঞ। বিরতিতে ইউক্রেনের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালনের আহ্বান জানাতে মঞ্চে বিশেষ বার্তা দেখিয়েছেন অনুষ্ঠানের দুই প্রযোজক উইল প্যাকার ও শাইলা কাওয়ান। একইসঙ্গে টিভি দর্শকদের প্রতি ইউক্রেনের শরণার্থীদের জন্য যার যতটা সম্ভব অনুদান দেওয়ার আবেদন জানিয়েছে অস্কার আয়োজকরা।
মূল আয়োজন শুরুর আগে ৯০০ ফুট দীর্ঘ লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন অস্কার মনোনীতরা ও অন্য তারকারা। তাদের মধ্যে অনেকে ইউক্রেনকে সমর্থন জানিয়েছেন। ‘অ্যাকুয়াম্যান’ তারকা জেসন মোমোয়ার হাতে ইউক্রেনের পতাকার রঙের রুমাল দেখা গেছে।
আমেরিকান অভিনেত্রী জেমি লি কার্টিস, সংগীতশিল্পী ডায়ান ওয়ারেন, দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী ইয়া-জাঙ উনসহ অনেকে ‘উইথ রিফিউজিস’ লেখা নীল রঙা ফিতা হাতে রেখেছেন। এসব ফিতা সরবরাহ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। শুধু ইউক্রেন নয়, সারা বিশ্বে বাস্তুচ্যুতদের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন তারা।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালক ছিলেন তিন জন নারী। এবারের আসরে হলিউডের সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির মধ্যে অন্যতম ‘দ্য গডফাদার’ মুক্তির ৫০ বছর পূর্তি উদযাপন করেছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। ছবিটির পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং দুই অভিনেতা আল পাচিনো ও রবার্ট ডি নিরো একসঙ্গে মঞ্চে আসেন। ইন মেমোরিয়াম আয়োজনে গত ১২ মাসে মারা যাওয়া চলচ্চিত্র জগতের গুণীদের স্মরণ করা হয়।