image

এই মঙ্গলবার বটতলার ‘সখী রঙ্গমালা’ মঞ্চে উঠবে

শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

নতুন নাটক ‘সখী রঙ্গমালা’ মঞ্চস্থ করতে যাচ্ছে নাট্যসংগঠন বটতলা।আগামী মঙ্গলবার নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন আয়োজিত ‘আলী যাকের নতুনের উৎসব’-এ নাটকটির প্রথম প্রদর্শনী হবে।

১৭তম এ প্রযোজনার মধ্য দিয়ে দীর্ঘ ৬ বছর পরে বটতলা আনছে মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটক। এর একটি কারিগরি প্রদর্শনী করা হয় গত ১৭ জানুয়ারি।

শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাসকে নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার।

নারী-পুরুষের বা ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভিন্ন রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে নাটকটি দর্শকের মনে তেমন বার্তা দেবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বটতলা।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি