image

সাংস্কৃতিক সমাবেশ সফল করতে ১৫ সাংস্কৃতিক ফেডারেশনের যৌথ বিবৃতি

মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের ১৫ টি জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন এক যৌথ বিবৃতিতে আগামী ২৭ জানুয়ারি সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘোষিত দেশব্যাপীব্যাপী সাংস্কৃতিক সমাবেশ সফল করার জন্য দেশের সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার গণমাধ্যমে বিবৃতিটি পাঠানো হয়।

বিবৃতিতে মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে অসাম্প্রদায়িক, শোষনমুক্ত, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দেশের সকল শ্রেণী পেশা, সামাজিক, সাংস্কৃতিক শক্তির ঐক্যবদ্ধ কর্মপন্থা গ্রহনের আহ্বান জানানো হয়।

বিবৃতি দাতা সংগঠনসমূহ হলো- বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ।

এছাড়া বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ সঙ্গীত শিল্পী সমাজ।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি