দুইদিনের নজরুল উৎসব শুরু হচ্ছে শুক্রবার

বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

https://sangbad.net.bd/images/2023/February/02Feb23/news/az-7%20%281%29.jpg

৩ ও ৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার গুলশান সোসাইটি লেক পার্কে নজরুল উৎসব ২০২৩ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় কণ্ঠশিল্পী দুইদিনের এই উৎসবে অংশ নিবেন।

নবীণ ও প্রবীণ মিলিয়ে ৫০জনের বেশি শিল্পীর অনুষ্ঠানে সঙ্গীতের পাশাপাশি থাকবে নাচ, আবৃত্তি ও আলোচনা।

https://sangbad.net.bd/images/2023/February/02Feb23/news/az-2.PNG

আয়োজকরা জানিয়েছেন অনুষ্ঠান সর্বসাধারণের জন্য অবারিত, তবে অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য সকল সময় আমন্ত্রণপত্র আবশ্যক। আমন্ত্রণপত্র বিনামূল্যে গুলশানে গ্রেগোরিয়ান ক্লাব ও ধানমন্ডিতে দৃক আই সি টি অফিসে পাওয়া যাবে।

অনুষ্ঠানটির উদ্যোক্তা বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা, গুলশান সোসাইটি ও ভারতীয় হাই কমিশন পরিচালিত সংস্থা আই.জি.সি.সি.। এইচএসবিসি এই বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের টাইটেল স্পন্সর।

অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে নজরুল সঙ্গীত কোষের নবপর্যায় উদ্বোধন করবেন শিক্ষা মন্ত্রী দীপু মনি, এমপি। নবপর্যায়ে ১২৫ জন শিল্পীর কণ্ঠে আদি সুরে রেকর্ড করা নজরুল সঙ্গীত ইউটিউবে সবার জন্য উন্মুক্ত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, এইচএসবিসি ব্যাংক, বাংলাদেশ এর সিইও মোঃ মাহবুব উর রহমান, গুলশান সোসাইটির সভাপতি এটিএম শামসুল হুদা এবং কবি নাতনী খিলখিল কাজী।

অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। স্বাগত বক্তব্য রাখবেন উৎসবের আহবায়ক ও বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী খায়রুল আনাম শাকিল। দ্বিতীয় দিনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার সভাপতি বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ইয়াকুব আলী খান এবং গুলশান সোসাইটির মহাসচিব সারওয়াত সিরাজ। আলোচনায় অংশ নেবেন লেখক, গবেষক ও প্রকাশক মফিদুল হক ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি