image

এবার চবি চারুকলা একমাস বন্ধের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ প্রশাসনের

সংবাদ অনলাইন রিপোর্ট

২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন শুরু করেছিলেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে ২২ দফা দাবি রূপ নেয় মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে।

উদ্ভুত সংকট নিরসনে এক মাসের জন্য চারুকলা ইনস্টিটিউট বন্ধের ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।

সেই সঙ্গে শিক্ষার্থীদের আজ বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছাড়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিন বেলা ৩টার দিকে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় জরুরি এই সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, সিদ্ধান্ত অনুযায়ী এক মাস চারুকলা ইনস্টিটিউট বন্ধ থাকবে। শিক্ষার্থীদেরও রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছাড়তে হবে।

‘এই এক মাস শিক্ষার্থীদের পাঠদান অনলাইনে চলবে। পাশাপাশি এই সময়ের মধ্যে চারুকলার সংস্কার কাজ সম্পন্ন হবে। সংস্কার কাজ তদারকি করার জন্য শিগগিরই একটা কমিটি গঠন করা হবে।’ যোগ করেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে ৯৩ দিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তবে সম্প্রতি শিক্ষার্থীদের আরেকটা অংশ ক্লাসে ফেরার দাবিতে পাল্টা অবস্থান নেয়।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি