কবিতা এমনই এক মহার্ঘ যাপন, যা মানুষকে আষ্টেপৃষ্ঠে তার বশ্যতা স্বীকার করতে শেখায়। একবার কবিতায় নিমগ্ন হলে, পুরোটা জীবনই হিসেব কষে কবিতা। একবার শুরু করলে, কবিতা থেকে মুক্তি মেলা ভার। এর উজ্জ্বল উদাহরণ বিশিষ্ট কবি ও বাচিকশিল্পী হাসান কল্লোল। কবিতা তাঁকে পেয়ে বসেছিল সেই কিশোরবেলাতেই। তারপর জীবন নির্মাণে কত বন্ধুর পথ পেরিয়ে আসা। কিন্তু কবিতা তাকে ছাড়ে নি। প্রশাসনের উচ্চপদে বসলেও ছাড়ে নি কবিতা শিল্পের ঘ্রাণ। অনন্য সাধারণ আবৃত্তি করেন কবিতার। আর তাঁর কবিতায় রয়েছে যেন জাদুর স্পর্শ। এবারের বইমেলায় অভিযান এনেছে তাঁর কবিতার বই “মুদ্রিত স্বপ্নের কোলাজ”। বরাবরের মতোই তাঁর কবিতার সাবলীতা রয়েছে এবারের বইটিতেও। তাঁর প্রথম বই “পাখিজীবন ও আমার ঘুমগাছ” ব্যাপক সাড়া ফেলেছিল। তাঁর বর্তমান গ্রন্থটি প্রকাশের পরপরই কয়েক দিনের মধ্যে প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়। বইটি পাঠকগ্রাহ্যতা পেয়েছে কবির কবিতার গুণেই। হাসান কল্লোলের কবিতার শব্দ নির্বাচন ও চিত্রকল্প নির্মাণের ক্ষমতা অতুলনীয়। তাঁর বর্তমান বইটির পরতে পরতে এর প্রমাণ মিলবে। কবি হাসান কল্লোলের উপস্থাপনাশৈলী আমাদেরকে কবিতার নতুন পাঠে পরিভ্রমণ করায় এবং শাশ^ত বাংলা কবিতার ধারায় এক আশ্চর্য সংযোজন ঘটায়। আমরা হাসান কল্লোলের পরবর্তী বইয়ের চমকের অপেক্ষায়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
কবিতা এমনই এক মহার্ঘ যাপন, যা মানুষকে আষ্টেপৃষ্ঠে তার বশ্যতা স্বীকার করতে শেখায়। একবার কবিতায় নিমগ্ন হলে, পুরোটা জীবনই হিসেব কষে কবিতা। একবার শুরু করলে, কবিতা থেকে মুক্তি মেলা ভার। এর উজ্জ্বল উদাহরণ বিশিষ্ট কবি ও বাচিকশিল্পী হাসান কল্লোল। কবিতা তাঁকে পেয়ে বসেছিল সেই কিশোরবেলাতেই। তারপর জীবন নির্মাণে কত বন্ধুর পথ পেরিয়ে আসা। কিন্তু কবিতা তাকে ছাড়ে নি। প্রশাসনের উচ্চপদে বসলেও ছাড়ে নি কবিতা শিল্পের ঘ্রাণ। অনন্য সাধারণ আবৃত্তি করেন কবিতার। আর তাঁর কবিতায় রয়েছে যেন জাদুর স্পর্শ। এবারের বইমেলায় অভিযান এনেছে তাঁর কবিতার বই “মুদ্রিত স্বপ্নের কোলাজ”। বরাবরের মতোই তাঁর কবিতার সাবলীতা রয়েছে এবারের বইটিতেও। তাঁর প্রথম বই “পাখিজীবন ও আমার ঘুমগাছ” ব্যাপক সাড়া ফেলেছিল। তাঁর বর্তমান গ্রন্থটি প্রকাশের পরপরই কয়েক দিনের মধ্যে প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়। বইটি পাঠকগ্রাহ্যতা পেয়েছে কবির কবিতার গুণেই। হাসান কল্লোলের কবিতার শব্দ নির্বাচন ও চিত্রকল্প নির্মাণের ক্ষমতা অতুলনীয়। তাঁর বর্তমান বইটির পরতে পরতে এর প্রমাণ মিলবে। কবি হাসান কল্লোলের উপস্থাপনাশৈলী আমাদেরকে কবিতার নতুন পাঠে পরিভ্রমণ করায় এবং শাশ^ত বাংলা কবিতার ধারায় এক আশ্চর্য সংযোজন ঘটায়। আমরা হাসান কল্লোলের পরবর্তী বইয়ের চমকের অপেক্ষায়।