অধ্যাপক মোহাম্মদ আবদুর রব মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সোমবার, ১৯ আগস্ট, তিনি উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, এবং কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে, একই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে কর্ডোভা হলে বোর্ড অব ট্রাস্টিজের এক সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক মোহাম্মদ আবদুর রবকে উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের পর, অধ্যাপক মোহাম্মদ আবদুর রব এক শুভেচ্ছা বক্তব্যে বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে "একাডেমিক এবং নৈতিক উৎকর্ষতার কেন্দ্র" গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল, তা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্রসহ সারা দেশের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ আবদুর রব এর আগেও রাষ্ট্রপতির মনোনীত হয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
অধ্যাপক মোহাম্মদ আবদুর রব মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সোমবার, ১৯ আগস্ট, তিনি উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, এবং কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে, একই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে কর্ডোভা হলে বোর্ড অব ট্রাস্টিজের এক সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক মোহাম্মদ আবদুর রবকে উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের পর, অধ্যাপক মোহাম্মদ আবদুর রব এক শুভেচ্ছা বক্তব্যে বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে "একাডেমিক এবং নৈতিক উৎকর্ষতার কেন্দ্র" গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল, তা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্রসহ সারা দেশের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ আবদুর রব এর আগেও রাষ্ট্রপতির মনোনীত হয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।