আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সুইটি অভিনীত তৃতীয় সিনেমা এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল পরিচালিত সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘মাইক’। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘শোকের মাসেই মুক্তি পেতে যাচ্ছে মাইক সিনেমাটি। মাইকের মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চেও ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। আর আমার বিশ্বাস মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে সিনেমাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ উল্লেখ্য, গত ২৮ মার্চ ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন তারিক আনাম খান, ফেরদৌস আহমেদ, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ। থিয়েটার প্রযোজিত ‘মুক্তি’ ও ‘পোহালে শর্বরী’র মঞ্চায়নেও অভিনয় করেছেন তানভীন সুইটি।
সোমবার, ২৪ জুলাই ২০২৩
আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সুইটি অভিনীত তৃতীয় সিনেমা এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল পরিচালিত সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘মাইক’। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘শোকের মাসেই মুক্তি পেতে যাচ্ছে মাইক সিনেমাটি। মাইকের মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চেও ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। আর আমার বিশ্বাস মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে সিনেমাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ উল্লেখ্য, গত ২৮ মার্চ ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন তারিক আনাম খান, ফেরদৌস আহমেদ, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ। থিয়েটার প্রযোজিত ‘মুক্তি’ ও ‘পোহালে শর্বরী’র মঞ্চায়নেও অভিনয় করেছেন তানভীন সুইটি।