বাংলাদেশের টিভি নাটকের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের গল্পে এর আগেও বেশ কিছু নাটক নির্মিত হয়েছে। আবারো অপূর্বের গল্পে আরো দুটি নাটক নির্মিত হলো। নাটক দুটি নির্মাণ করেছেন পরিচালক রুবেল হাসান। দুটি নাটকেরই চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন। একটি নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড (প্রচার হবে ক্লাব ইলেভেন এন্টারটেইনম্যান্ট-এ) ও আরেকটি নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি (প্রচার হবে এসবিই ইউটিউব চ্যানেলে)। এর মধ্যে দুটি নাটকের কাজ শেষ করেছেন অপূর্ব ও তটিনী।
অপূর্ব বলেন, ‘দুটি নাটকই মূলত দর্শকের যেন ভালো লাগে সেই ভাবনা থেকে গল্প নিয়ে ভাবা। রুবেল, সিনেমাটোগ্রাফার কামরুল ইসলাম শুভসহ পুরো ইউনিট অনেক শ্রম দিয়েছে দুটি কাজই ভালো হওয়ার জন্য। শতভাগ চেষ্টা তো থাকেই সবসময়। তটিনী আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে সেটা বোঝাই যাচ্ছে। দুটি কাজ নিয়েই আশাবাদী।’ তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে অনেকদিন পর কাজ হওয়ায় একটু নার্ভাস ছিলাম। অপূর্ব ভাইয়া ভীষণ সহযোগিতা পরায়ণ। তার সঙ্গে অভিনয় করলে অভিনয়ে স্কুলিংটা খুব ভালো হয়।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশের টিভি নাটকের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের গল্পে এর আগেও বেশ কিছু নাটক নির্মিত হয়েছে। আবারো অপূর্বের গল্পে আরো দুটি নাটক নির্মিত হলো। নাটক দুটি নির্মাণ করেছেন পরিচালক রুবেল হাসান। দুটি নাটকেরই চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন। একটি নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড (প্রচার হবে ক্লাব ইলেভেন এন্টারটেইনম্যান্ট-এ) ও আরেকটি নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি (প্রচার হবে এসবিই ইউটিউব চ্যানেলে)। এর মধ্যে দুটি নাটকের কাজ শেষ করেছেন অপূর্ব ও তটিনী।
অপূর্ব বলেন, ‘দুটি নাটকই মূলত দর্শকের যেন ভালো লাগে সেই ভাবনা থেকে গল্প নিয়ে ভাবা। রুবেল, সিনেমাটোগ্রাফার কামরুল ইসলাম শুভসহ পুরো ইউনিট অনেক শ্রম দিয়েছে দুটি কাজই ভালো হওয়ার জন্য। শতভাগ চেষ্টা তো থাকেই সবসময়। তটিনী আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে সেটা বোঝাই যাচ্ছে। দুটি কাজ নিয়েই আশাবাদী।’ তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে অনেকদিন পর কাজ হওয়ায় একটু নার্ভাস ছিলাম। অপূর্ব ভাইয়া ভীষণ সহযোগিতা পরায়ণ। তার সঙ্গে অভিনয় করলে অভিনয়ে স্কুলিংটা খুব ভালো হয়।’