বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার। এবারই প্রথম এক অন্যরকম প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত হলেন বলে জানান দিঠি। বাংলায় ডাবিংকৃত বিদেশী সিরিয়াল / ধারাবাহিক সম্প্রচারের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রনারয় কর্র্তৃক গঠিত ‘প্রিভিউ কমিটি’র পুর্ণগঠনে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন দিঠি আনোয়ার। এরইমধ্যে রাষ্ট্রপতির আদেশক্রমে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়’র উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এই কমিটিতে সভাপতি’সহ আরো ১০ জন সদস্য আছেন। এদিকে বিজয়ের এই মাসে দিঠি আনোয়ার তার বাবাকে নিয়ে নানান ধরনের অনুষ্ঠান নিয়েও ভীষণ ব্যস্ত সময় পার করছেন। দিঠির চাচা রাজধানীর উত্তরা ক্লাবের সাবেক সভাপতি ইমরুল আনোয়ার লিটনের উদ্যোগে ঢাকার সবগুলো ক্লাবে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে তাকেই ট্রিবিউট করে বিশেষ অনুষ্ঠান করা হচ্ছে। মূলত বিজয়ের এই মাসকে উপলক্ষ্য করেই গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে এই বিশেষ আয়োজন করা হচ্ছে ক্লাবগুলোতে। এরইমধ্যে ঢাকার অল কমিউনিটি ক্লাব, ঢাকা ক্লাব, গুলশান ক্লাবে গাজী মাজহারুল আনোয়ারের প্রতি সম্মান প্রদর্শন’র পাশাপাশি তার লেখা জনপ্রিয় গানসগুলোও পরিবেশন করা হয়। এরইমধ্যে তিনটি ক্লাবে কনক চাঁপা, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার, অনুপমা মুক্তি, অপু আমান সঙ্গীত পরিবেশন করেছেন।
দিঠি আনোয়ার বলেন,‘ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে নিয়োজিত করায়। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো। আর লিটন চাচ্চুর প্রতি মন থেকে শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা আব্বুকে নিয়ে এমন একটি সম্মানজনক আয়োজনের জন্য।
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার। এবারই প্রথম এক অন্যরকম প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত হলেন বলে জানান দিঠি। বাংলায় ডাবিংকৃত বিদেশী সিরিয়াল / ধারাবাহিক সম্প্রচারের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রনারয় কর্র্তৃক গঠিত ‘প্রিভিউ কমিটি’র পুর্ণগঠনে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন দিঠি আনোয়ার। এরইমধ্যে রাষ্ট্রপতির আদেশক্রমে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়’র উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এই কমিটিতে সভাপতি’সহ আরো ১০ জন সদস্য আছেন। এদিকে বিজয়ের এই মাসে দিঠি আনোয়ার তার বাবাকে নিয়ে নানান ধরনের অনুষ্ঠান নিয়েও ভীষণ ব্যস্ত সময় পার করছেন। দিঠির চাচা রাজধানীর উত্তরা ক্লাবের সাবেক সভাপতি ইমরুল আনোয়ার লিটনের উদ্যোগে ঢাকার সবগুলো ক্লাবে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে তাকেই ট্রিবিউট করে বিশেষ অনুষ্ঠান করা হচ্ছে। মূলত বিজয়ের এই মাসকে উপলক্ষ্য করেই গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে এই বিশেষ আয়োজন করা হচ্ছে ক্লাবগুলোতে। এরইমধ্যে ঢাকার অল কমিউনিটি ক্লাব, ঢাকা ক্লাব, গুলশান ক্লাবে গাজী মাজহারুল আনোয়ারের প্রতি সম্মান প্রদর্শন’র পাশাপাশি তার লেখা জনপ্রিয় গানসগুলোও পরিবেশন করা হয়। এরইমধ্যে তিনটি ক্লাবে কনক চাঁপা, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার, অনুপমা মুক্তি, অপু আমান সঙ্গীত পরিবেশন করেছেন।
দিঠি আনোয়ার বলেন,‘ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে নিয়োজিত করায়। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো। আর লিটন চাচ্চুর প্রতি মন থেকে শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা আব্বুকে নিয়ে এমন একটি সম্মানজনক আয়োজনের জন্য।