রাজীব মণি দাসের রচনা এবং নাজনীন হাসান খানের পরিচালনায় নির্মিত হলো তিনটি একক নাটক। নাটকগুলো হলো- জামাই ৪২০, মাথা গরম পরিবার ও কিস্তি নিলে জামিন নাই। নাটকগুলোতে অভিনয় করেছেন- সময়ের সুপার কমেডি শক্তিশালী অভিনেতা তারিক স্বপন, আঁখি চৌধুরী, আমিন আজাদ, সীমানা শিলা, শাহেলা আক্তার, ফরিদ হোসেন, এবি রশিদ, গালিব প্রমুখ।
নাটক প্রসঙ্গে নাট্যকার রাজীব মণি দাস বলেন, সময়ের চাহিদা ও দর্শকদের কথা বিবেচনা করে এবার একটু স্যাটায়ার ধাঁচের গল্প লিখলাম। প্রতিটি গল্পই স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে লেখা। যেখানে শুধু কমেডি করা হয়নি, বলা হয়েছে সমাজের গল্প।’ নির্মাতা নাজনীন হাসান খান বলেন, ‘দর্শকরা আনন্দ পাক, সেইটা সব পরিচালকই চায়।
যদিও সামাজিক এবং সিরিয়াস গল্প আমার বেশি পছন্দ, তবুও এইবার নির্মাণে কমেডির ছোঁয়া বেশি রয়েছে। পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় দিনশেষে দর্শকের রুচির কথাও বিবেচ্য। বরাবরই নির্মাণের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি আমার ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। এবারও সেটি আছে এবং ভবিষ্যতেও বজায় থাকবে।’ অভিনেতা তারিক স্বপন পরিচালক এবং নাট্যকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এতোদিন সহ-অভিনেতা হিসেবে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি।
প্রথমবার এককভাবে প্রধান চরিত্রে অভিনয় করলাম, আসলে আমি আমার অনুভূতির কথা কি বলবো, এক কথায় অসাধারণ। যারা আমাকে এই ভালোবাসা দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সবার কাছে দোয়া ও ভালোবাসা চাচ্ছি। যেন ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি।’
জামাই ৪২০ গল্পে দেখা যায় টাকা-পয়সা থাকা সত্ত্বেও পুরনো কিপ্টামির অভ্যাস ছাড়তে পারে না জামাই। বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে দেশে এসেও শ্বশুর বাড়িতে খালি হাতে যায় তারিক স্বপন। একমাত্র শালীর জন্য কিছু না নেওয়ায় শালী সকলের সামনে লজ্জা দেয় দুলাভাইকে।
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫
রাজীব মণি দাসের রচনা এবং নাজনীন হাসান খানের পরিচালনায় নির্মিত হলো তিনটি একক নাটক। নাটকগুলো হলো- জামাই ৪২০, মাথা গরম পরিবার ও কিস্তি নিলে জামিন নাই। নাটকগুলোতে অভিনয় করেছেন- সময়ের সুপার কমেডি শক্তিশালী অভিনেতা তারিক স্বপন, আঁখি চৌধুরী, আমিন আজাদ, সীমানা শিলা, শাহেলা আক্তার, ফরিদ হোসেন, এবি রশিদ, গালিব প্রমুখ।
নাটক প্রসঙ্গে নাট্যকার রাজীব মণি দাস বলেন, সময়ের চাহিদা ও দর্শকদের কথা বিবেচনা করে এবার একটু স্যাটায়ার ধাঁচের গল্প লিখলাম। প্রতিটি গল্পই স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে লেখা। যেখানে শুধু কমেডি করা হয়নি, বলা হয়েছে সমাজের গল্প।’ নির্মাতা নাজনীন হাসান খান বলেন, ‘দর্শকরা আনন্দ পাক, সেইটা সব পরিচালকই চায়।
যদিও সামাজিক এবং সিরিয়াস গল্প আমার বেশি পছন্দ, তবুও এইবার নির্মাণে কমেডির ছোঁয়া বেশি রয়েছে। পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় দিনশেষে দর্শকের রুচির কথাও বিবেচ্য। বরাবরই নির্মাণের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি আমার ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। এবারও সেটি আছে এবং ভবিষ্যতেও বজায় থাকবে।’ অভিনেতা তারিক স্বপন পরিচালক এবং নাট্যকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এতোদিন সহ-অভিনেতা হিসেবে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি।
প্রথমবার এককভাবে প্রধান চরিত্রে অভিনয় করলাম, আসলে আমি আমার অনুভূতির কথা কি বলবো, এক কথায় অসাধারণ। যারা আমাকে এই ভালোবাসা দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সবার কাছে দোয়া ও ভালোবাসা চাচ্ছি। যেন ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি।’
জামাই ৪২০ গল্পে দেখা যায় টাকা-পয়সা থাকা সত্ত্বেও পুরনো কিপ্টামির অভ্যাস ছাড়তে পারে না জামাই। বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে দেশে এসেও শ্বশুর বাড়িতে খালি হাতে যায় তারিক স্বপন। একমাত্র শালীর জন্য কিছু না নেওয়ায় শালী সকলের সামনে লজ্জা দেয় দুলাভাইকে।