বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন নন্দিত অভিনেত্রী অর্ষা। বিশেষত একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে তার বেশ সুনাম রয়েছে। গত ২০২২ সালের ১ জুলাই অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের সঙ্গে অর্ষার বিয়ে হয়। ২০০৯ সালে ‘লাক্স চ্যানেলআই’ ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহন করে অর্ষা চতুর্থ হয়েছিলেন। এরপর প্রথম কাফী বীরের পরিচালনায় ‘দ্বন্ধ’ নামক নাটকে প্রথম অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন শাহেদ শরীফ খান। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননায়ও ভূষিত হয়েছেন। নিজের কাজ প্রসঙ্গে অর্ষা বলেন,‘ সবসময়ের মতোই আমি ভালো গল্প এবং ভালো চরিত্রের প্রতিই মনোযোগী একজন শিল্পী। গল্পটা যেমন ভালো হওয়া খুউব জরুরী এবং এর পাশাপাশি আমি কেমন চরিত্রে অভিনয় করতে যাচ্ছি সে বিষয়েও মনোযোগ থাকাটা জরুরী। আর জন্মদিন নিয়ে আসলে বিশেষ কোনো পরিকল্পনা ছিলোনা। এখন শ্বশুরবাড়ি, মায়ের বাড়ি দুই বাড়িতে মিলিয়েই হয়তো জন্মদিন কাটে। সবার দোয়া চাই।’ অর্ষা অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘সাতকাহন’, ‘এক হৃদয়হীনা’, ‘গালিবের প্রেম ও বসন্ত কাব্য’,‘ মধ্যবর্তিনী’, ‘হলুদ শহরের প্রেম’, ‘খায়েশ’,‘ প্রেম বিভ্রাট’, ‘ইঞ্জিন’, ‘চিলেকোঠার সংসার’, ‘অন্ধকার ফুলের গন্ধ’, ‘শরৎ বাবু’, ‘ভবঘুরে’, ‘হুমায়ূন সমীপে’, ‘ পরদেশী মেঘ’, ‘আলোর পথে’, ‘পথের পরিচয়’, ইত্যাদি। ওটিটি প্লাটফরমেও বেশকিছু ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করে ভীষণ প্রশংসিত হন অর্ষা। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য ওয়েব সিরিজ ‘সাবরিনা’, সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’ ও শর্টর্ফিল্ম ‘জাহান’।
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন নন্দিত অভিনেত্রী অর্ষা। বিশেষত একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে তার বেশ সুনাম রয়েছে। গত ২০২২ সালের ১ জুলাই অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের সঙ্গে অর্ষার বিয়ে হয়। ২০০৯ সালে ‘লাক্স চ্যানেলআই’ ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহন করে অর্ষা চতুর্থ হয়েছিলেন। এরপর প্রথম কাফী বীরের পরিচালনায় ‘দ্বন্ধ’ নামক নাটকে প্রথম অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন শাহেদ শরীফ খান। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননায়ও ভূষিত হয়েছেন। নিজের কাজ প্রসঙ্গে অর্ষা বলেন,‘ সবসময়ের মতোই আমি ভালো গল্প এবং ভালো চরিত্রের প্রতিই মনোযোগী একজন শিল্পী। গল্পটা যেমন ভালো হওয়া খুউব জরুরী এবং এর পাশাপাশি আমি কেমন চরিত্রে অভিনয় করতে যাচ্ছি সে বিষয়েও মনোযোগ থাকাটা জরুরী। আর জন্মদিন নিয়ে আসলে বিশেষ কোনো পরিকল্পনা ছিলোনা। এখন শ্বশুরবাড়ি, মায়ের বাড়ি দুই বাড়িতে মিলিয়েই হয়তো জন্মদিন কাটে। সবার দোয়া চাই।’ অর্ষা অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘সাতকাহন’, ‘এক হৃদয়হীনা’, ‘গালিবের প্রেম ও বসন্ত কাব্য’,‘ মধ্যবর্তিনী’, ‘হলুদ শহরের প্রেম’, ‘খায়েশ’,‘ প্রেম বিভ্রাট’, ‘ইঞ্জিন’, ‘চিলেকোঠার সংসার’, ‘অন্ধকার ফুলের গন্ধ’, ‘শরৎ বাবু’, ‘ভবঘুরে’, ‘হুমায়ূন সমীপে’, ‘ পরদেশী মেঘ’, ‘আলোর পথে’, ‘পথের পরিচয়’, ইত্যাদি। ওটিটি প্লাটফরমেও বেশকিছু ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করে ভীষণ প্রশংসিত হন অর্ষা। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য ওয়েব সিরিজ ‘সাবরিনা’, সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’ ও শর্টর্ফিল্ম ‘জাহান’।