শারমিন কেয়া
এই প্রজন্মের সঙ্গীতশিল্পী শারমিন কেয়ার নতুন গান -চাইলে কি সব- গান এরইমধ্যে দু’দিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন রাজু চৌধুরী, সুর সঙ্গীত করেছেন মাসুম ওয়াহিদুর রহমান। গানটি প্রসঙ্গে শারমিন কেয়া বলেন,-এই গানের কথা, সুর এবং সর্বোপরি কম্পোজিশন এতো চমৎকার যে গানটির প্রতি আমার নিজেরই এক অন্যরকম ভালোলাগা কাজ করে। এখন পর্যন্ত গানটি প্রকাশের পর যারা শুনেছেন তারা তাদের ভালোলাগার কথা প্রকাশ করেছেন। আমার বিশ্বাস দিন প্রতিদিন এই গানের প্রতি শ্রোতা দর্শকের ভালোলাগা বাড়বে। আমার বাবা মায়ের খুউব স্বপ্ন ছিলো আমার গানকে ঘিরে। তাদের স্বপ্ন ছিলো আমাকে টিভিতে দেখার। আজ সেই স্বপ্ন সত্যিই হয়েছে। কিন্তু বাবা মা ই পৃথিবীতে নেই। মাঝে মাঝে এই নিয়ে খুব দুঃখ হয়, কষ্ট হয়। কিন্তু বিধিলিপি যে মেনে নিতেই হয়।-
মঞ্চে বাংলা ও ইংরেজি গান গাইতে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করেন শারমিন কেয়া। তাঁর বাবা শাজাহান আলী খান ছিলেন (২০১ তে মারা যান) পেট্রোবাংলার উপ-সহকারী প্রকৌশলী। বাবার চাকুরীর সুবাদেই সাভারে গৌরাঙ্গ গোস্বামীর কাছে গানে তালিম নেন তিনি যখন পঞ্চম শ্রেণীতে পড়েন। কেয়ার প্রকাশিত প্রথম মৌলিক গান ছিলো -হাওয়া এসে-, ২০১১ সালে প্রকাশিত হয়। গেলো বছর জুলাইতে প্রকাশিত হয় এস আই টুটুলের সঙ্গে দ্বৈত গান -এক বরষায় ।
শারমিন কেয়া
রোববার, ১২ মার্চ ২০২৩
এই প্রজন্মের সঙ্গীতশিল্পী শারমিন কেয়ার নতুন গান -চাইলে কি সব- গান এরইমধ্যে দু’দিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন রাজু চৌধুরী, সুর সঙ্গীত করেছেন মাসুম ওয়াহিদুর রহমান। গানটি প্রসঙ্গে শারমিন কেয়া বলেন,-এই গানের কথা, সুর এবং সর্বোপরি কম্পোজিশন এতো চমৎকার যে গানটির প্রতি আমার নিজেরই এক অন্যরকম ভালোলাগা কাজ করে। এখন পর্যন্ত গানটি প্রকাশের পর যারা শুনেছেন তারা তাদের ভালোলাগার কথা প্রকাশ করেছেন। আমার বিশ্বাস দিন প্রতিদিন এই গানের প্রতি শ্রোতা দর্শকের ভালোলাগা বাড়বে। আমার বাবা মায়ের খুউব স্বপ্ন ছিলো আমার গানকে ঘিরে। তাদের স্বপ্ন ছিলো আমাকে টিভিতে দেখার। আজ সেই স্বপ্ন সত্যিই হয়েছে। কিন্তু বাবা মা ই পৃথিবীতে নেই। মাঝে মাঝে এই নিয়ে খুব দুঃখ হয়, কষ্ট হয়। কিন্তু বিধিলিপি যে মেনে নিতেই হয়।-
মঞ্চে বাংলা ও ইংরেজি গান গাইতে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করেন শারমিন কেয়া। তাঁর বাবা শাজাহান আলী খান ছিলেন (২০১ তে মারা যান) পেট্রোবাংলার উপ-সহকারী প্রকৌশলী। বাবার চাকুরীর সুবাদেই সাভারে গৌরাঙ্গ গোস্বামীর কাছে গানে তালিম নেন তিনি যখন পঞ্চম শ্রেণীতে পড়েন। কেয়ার প্রকাশিত প্রথম মৌলিক গান ছিলো -হাওয়া এসে-, ২০১১ সালে প্রকাশিত হয়। গেলো বছর জুলাইতে প্রকাশিত হয় এস আই টুটুলের সঙ্গে দ্বৈত গান -এক বরষায় ।