নায়িকা হিসেবে সিনেমায় পথচলা বুবলীর খুব বেশি দিনের নয়। ২০১৬ সালের কুরবানির ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা -বসগিরি- ও -শ্যুটার- । এরপর একে একে বিভিন্ন বছরে মুক্তি পায় -বীর-,-ক্যাপ্টেন খান-,- বিদ্রোহী-,- মনের মতো মানুষ পাইলাম না-, -রংবাজ-,- সুপার হিরো-,-তালাশ-,- চোখ- ইত্যাদি। প্রতিটি সিনেমাতেই বুবলী তার অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। গেলো ঈদে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পায়। একটি তপু খান পরিচালিত -লিডার আমিই বাংলাদেশ- ও অন্যটি সাইফ চন্দন পরিচালিত -লোকাল-।
দুটি সিনেমাতে বুবলীর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। ঈদের পর থেকে এখনো সিনেমা দুটি ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন হলে চলছে। সিনেমাতে একের পর এক সাফল্য এবং দর্শকের ভালোবাসা প্রসঙ্গে বুবলী বলেন,-আমার পরম সৌভাগ্য যে শুরু থেকেই আমি দর্শকের ভালোবাসা পেয়ে আসছি। দর্শক আমার সিনেমার অভিষেকের শুরুতে যেভাবে গ্রহণ করে নিয়েছিলেন পরবর্তীতে একের পর এক সিনেমা মুক্তির সময়েও দর্শক আমার পাশে ছিলেন, তারা আমার অভিনীত সিনেমা দেখতে হলমুখী হয়েছেন।
একজন নায়িকা হিসেবে এই যে দর্শকের এতো ভালোবাসা তার ভীষণ মূল্যায়ন করি আমি। কারণ দর্শকের কারণেই আমি আজকের বুবলী। আর যে মানুষটির প্রতি আমি সবসময়ই কৃতজ্ঞ তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় শাকিব খান। তার কারণে সিনেমায় আমার আসা। তার সহযোগিতায় আমি এতদূর আসতে পেরেছি। আগামীদিনে আরো অনেক ভালো ভালো গল্পের সিনেমাতে কাজ করতে চাই। আশা করছি সবাই পাশে থাকবেন।
শনিবার, ০৬ মে ২০২৩
নায়িকা হিসেবে সিনেমায় পথচলা বুবলীর খুব বেশি দিনের নয়। ২০১৬ সালের কুরবানির ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা -বসগিরি- ও -শ্যুটার- । এরপর একে একে বিভিন্ন বছরে মুক্তি পায় -বীর-,-ক্যাপ্টেন খান-,- বিদ্রোহী-,- মনের মতো মানুষ পাইলাম না-, -রংবাজ-,- সুপার হিরো-,-তালাশ-,- চোখ- ইত্যাদি। প্রতিটি সিনেমাতেই বুবলী তার অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। গেলো ঈদে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পায়। একটি তপু খান পরিচালিত -লিডার আমিই বাংলাদেশ- ও অন্যটি সাইফ চন্দন পরিচালিত -লোকাল-।
দুটি সিনেমাতে বুবলীর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। ঈদের পর থেকে এখনো সিনেমা দুটি ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন হলে চলছে। সিনেমাতে একের পর এক সাফল্য এবং দর্শকের ভালোবাসা প্রসঙ্গে বুবলী বলেন,-আমার পরম সৌভাগ্য যে শুরু থেকেই আমি দর্শকের ভালোবাসা পেয়ে আসছি। দর্শক আমার সিনেমার অভিষেকের শুরুতে যেভাবে গ্রহণ করে নিয়েছিলেন পরবর্তীতে একের পর এক সিনেমা মুক্তির সময়েও দর্শক আমার পাশে ছিলেন, তারা আমার অভিনীত সিনেমা দেখতে হলমুখী হয়েছেন।
একজন নায়িকা হিসেবে এই যে দর্শকের এতো ভালোবাসা তার ভীষণ মূল্যায়ন করি আমি। কারণ দর্শকের কারণেই আমি আজকের বুবলী। আর যে মানুষটির প্রতি আমি সবসময়ই কৃতজ্ঞ তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় শাকিব খান। তার কারণে সিনেমায় আমার আসা। তার সহযোগিতায় আমি এতদূর আসতে পেরেছি। আগামীদিনে আরো অনেক ভালো ভালো গল্পের সিনেমাতে কাজ করতে চাই। আশা করছি সবাই পাশে থাকবেন।