image

গাজা থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধার: ইসরায়েলে বিক্ষোভ, শ্রমিক ধর্মঘটের ডাক

সংবাদ অনলাইন রিপোর্ট

গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন।

জিম্মিদের পরিবারের সদস্যরা সরকারের কাছে দ্রুত একটি চুক্তি করার দাবি জানিয়ে তেল আবিব ও জেরুজালেমে বিশাল বিক্ষোভ করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর বাকি জিম্মিদের মুক্তির জন্য চাপ আরও বেড়েছে।

হিস্টাদ্রুত শ্রমিক সংগঠনের চেয়ারম্যান আমোন-বার ডেভিড এই চুক্তির পরিবর্তে মরদেহ পাওয়ার ঘটনায় সোমবার সকাল ৬:০০টা থেকে একদিনের ধর্মঘটের ঘোষণা দেন।

নেতানিয়াহু জানিয়েছেন, তিনি জিম্মিদের মুক্তির জন্য চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তিনি উল্লেখ করেন যে, হামাস চুক্তি করতে আগ্রহী নয়।

রোববার গাজার একটি টানেল থেকে ছয়টি জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি বাহিনী। সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগরি জানান, হামাস তাদের হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জিম্মিদের পরিবার অভিযোগ করেছে, দীর্ঘ নির্যাতনের পর সাম্প্রতিক কয়েকদিনে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং চুক্তি করতে দেরির কারণে এই মৃত্যুগুলো হয়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি