সিরিয়ার ভূখণ্ডে ২৫০টিরও বেশি সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিকে ইসরায়েলের অন্যতম বড় সামরিক অভিযান হিসেবে বর্ণনা করা হচ্ছে।
রাষ্ট্রীয় ইসরায়েলি আর্মি রেডিও জানায়, সিরিয়ার সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অস্ত্র উৎপাদন কেন্দ্র, এবং অস্ত্রাগারগুলোকে টার্গেট করে এসব হামলা চালানো হয়েছে।
প্রসঙ্গত, বিদ্রোহী গোষ্ঠীগুলোর ১২ দিনের অভিযানে গত রোববার বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। এরপর বাশার আল-আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে রাশিয়ায় পালিয়ে যান এবং বর্তমানে পরিবারের সঙ্গে মস্কোয় অবস্থান করছেন।
সিরিয়া-ইসরায়েল সীমান্ত পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, "ইরান ও হিজবুল্লাহর ওপর ধারাবাহিক হামলার ফলস্বরূপ আসাদের পতন ঘটেছে।"
বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে ৫৩ বছর ধরে সিরিয়া শাসন করেছেন। সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইসরায়েলের এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
সিরিয়ার ভূখণ্ডে ২৫০টিরও বেশি সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিকে ইসরায়েলের অন্যতম বড় সামরিক অভিযান হিসেবে বর্ণনা করা হচ্ছে।
রাষ্ট্রীয় ইসরায়েলি আর্মি রেডিও জানায়, সিরিয়ার সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অস্ত্র উৎপাদন কেন্দ্র, এবং অস্ত্রাগারগুলোকে টার্গেট করে এসব হামলা চালানো হয়েছে।
প্রসঙ্গত, বিদ্রোহী গোষ্ঠীগুলোর ১২ দিনের অভিযানে গত রোববার বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। এরপর বাশার আল-আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে রাশিয়ায় পালিয়ে যান এবং বর্তমানে পরিবারের সঙ্গে মস্কোয় অবস্থান করছেন।
সিরিয়া-ইসরায়েল সীমান্ত পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, "ইরান ও হিজবুল্লাহর ওপর ধারাবাহিক হামলার ফলস্বরূপ আসাদের পতন ঘটেছে।"
বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে ৫৩ বছর ধরে সিরিয়া শাসন করেছেন। সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইসরায়েলের এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।