তুরস্কের একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভয়াবহ আগুন ও আতঙ্ক স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩টার দিকে রিসোর্টের ১২ তলা গ্র্যান্ড কার্টাল হোটেলে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর আতঙ্কিত অতিথিরা বাঁচার জন্য হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েন, এতে বহু মানুষ গুরুতর আহত হন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, উত্তর-পশ্চিম তুরস্কের কার্তালকায়া স্কি রিসোর্টে এ অগ্নিকাণ্ডে আরও ৫১ জন আহত হয়েছে।
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
তুরস্কের একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভয়াবহ আগুন ও আতঙ্ক স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩টার দিকে রিসোর্টের ১২ তলা গ্র্যান্ড কার্টাল হোটেলে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর আতঙ্কিত অতিথিরা বাঁচার জন্য হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েন, এতে বহু মানুষ গুরুতর আহত হন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, উত্তর-পশ্চিম তুরস্কের কার্তালকায়া স্কি রিসোর্টে এ অগ্নিকাণ্ডে আরও ৫১ জন আহত হয়েছে।