তুরস্কের জনপ্রিয় স্কি রিসোর্ট কারতালকাইয়ার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হোটেলের মালিকসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে পশ্চিমাঞ্চলীয় বোলু পর্বতের কারতালকাইয়া রিসোর্টের ১২ তলা গ্র্যান্ড কারতাল হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলটিতে ২৩৪ জন অতিথি অবস্থান করছিলেন, যার মধ্যে অন্তত ৫১ জন আহত হয়েছেন।
বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকাইয়া জানান, নিহতদের মধ্যে ৪৫ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে বাকিদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন।
এই ঘটনার পর হোটেলটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার পর সতর্কতামূলক কোনো সঙ্কেত বাজেনি, যা বেঁচে যাওয়া অতিথিরা অভিযোগ করেছেন। অনেকেই ধোঁয়ায় ভরা করিডোর দিয়ে অন্ধকারে পালিয়ে আসতে বাধ্য হন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সময় আতঙ্কিত অতিথিরা দৌঁড়াদৌঁড়ি শুরু করেন, অনেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন। হোটেল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
তুরস্ক সরকার এই ঘটনার তদন্তের জন্য তিনজন সরকারি কৌঁসুলিকে দায়িত্ব দিয়েছে। প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
কারতালকাইয়া তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। প্রতি বছর স্কি মৌসুমে হাজার হাজার পর্যটক এই জনপ্রিয় গন্তব্যে যান। এবার শীতকালীন পর্যটনের ভরা মৌসুমেই প্রাণঘাতী এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
তুরস্কের জনপ্রিয় স্কি রিসোর্ট কারতালকাইয়ার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হোটেলের মালিকসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে পশ্চিমাঞ্চলীয় বোলু পর্বতের কারতালকাইয়া রিসোর্টের ১২ তলা গ্র্যান্ড কারতাল হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলটিতে ২৩৪ জন অতিথি অবস্থান করছিলেন, যার মধ্যে অন্তত ৫১ জন আহত হয়েছেন।
বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকাইয়া জানান, নিহতদের মধ্যে ৪৫ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে বাকিদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন।
এই ঘটনার পর হোটেলটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার পর সতর্কতামূলক কোনো সঙ্কেত বাজেনি, যা বেঁচে যাওয়া অতিথিরা অভিযোগ করেছেন। অনেকেই ধোঁয়ায় ভরা করিডোর দিয়ে অন্ধকারে পালিয়ে আসতে বাধ্য হন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সময় আতঙ্কিত অতিথিরা দৌঁড়াদৌঁড়ি শুরু করেন, অনেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন। হোটেল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
তুরস্ক সরকার এই ঘটনার তদন্তের জন্য তিনজন সরকারি কৌঁসুলিকে দায়িত্ব দিয়েছে। প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
কারতালকাইয়া তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। প্রতি বছর স্কি মৌসুমে হাজার হাজার পর্যটক এই জনপ্রিয় গন্তব্যে যান। এবার শীতকালীন পর্যটনের ভরা মৌসুমেই প্রাণঘাতী এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।