গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ১৭ হাজারই শিশু। ১৭ মাসের এই নৃশংসতায় একটি পুরো প্রজন্ম ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছে আল–জাজিরা।
গাজা সিটি থেকে আল–জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুধুমাত্র নথিবদ্ধ হতাহতের সংখ্যা প্রকাশ করছে। অনেক নিহতের তথ্য নথিভুক্ত হয়নি, অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বা নিখোঁজ রয়েছেন।
এ নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ বলেন, গাজায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হলেও ইসরায়েলি সমাজে এর কোনো প্রতিক্রিয়া নেই। কারণ, ইসরায়েলিরা হামাসের হতাহতের পরিসংখ্যানকে ভুয়া বলে মনে করে।
গোল্ডবার্গ আরও বলেন, ‘ইসরায়েলের জনগণ সাধারণভাবে ফিলিস্তিনি হতাহতের জন্য দায় নিতে চায় না। গাজার ভয়াবহতার ছবি ইসরায়েলের টেলিভিশনে দেখানো হলেও দীর্ঘদিন ধরে চলতে থাকায় মানুষ এখন এতে অভ্যস্ত হয়ে গেছে।’
তিনি আরও বলেন, যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলিরা দাবি করে আসছে যে, গাজায় নিহতদের সবাই হামাসের সদস্য। তবে বিশ্লেষকরা বলছেন, এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতা পুরোপুরি ভিন্ন।
সোমবার, ২৪ মার্চ ২০২৫
গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ১৭ হাজারই শিশু। ১৭ মাসের এই নৃশংসতায় একটি পুরো প্রজন্ম ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছে আল–জাজিরা।
গাজা সিটি থেকে আল–জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুধুমাত্র নথিবদ্ধ হতাহতের সংখ্যা প্রকাশ করছে। অনেক নিহতের তথ্য নথিভুক্ত হয়নি, অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বা নিখোঁজ রয়েছেন।
এ নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ বলেন, গাজায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হলেও ইসরায়েলি সমাজে এর কোনো প্রতিক্রিয়া নেই। কারণ, ইসরায়েলিরা হামাসের হতাহতের পরিসংখ্যানকে ভুয়া বলে মনে করে।
গোল্ডবার্গ আরও বলেন, ‘ইসরায়েলের জনগণ সাধারণভাবে ফিলিস্তিনি হতাহতের জন্য দায় নিতে চায় না। গাজার ভয়াবহতার ছবি ইসরায়েলের টেলিভিশনে দেখানো হলেও দীর্ঘদিন ধরে চলতে থাকায় মানুষ এখন এতে অভ্যস্ত হয়ে গেছে।’
তিনি আরও বলেন, যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলিরা দাবি করে আসছে যে, গাজায় নিহতদের সবাই হামাসের সদস্য। তবে বিশ্লেষকরা বলছেন, এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতা পুরোপুরি ভিন্ন।