বিদেশী সংবাদ মাধ্যম

বুধবার, ২৬ মার্চ ২০২৫

দক্ষিণ সুদান ফের গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে, জাতিসংঘের সর্তকতা

image

দক্ষিণ সুদান ফের গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে, জাতিসংঘের সর্তকতা

বুধবার, ২৬ মার্চ ২০২৫
বিদেশী সংবাদ মাধ্যম

বিবদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা বাড়ায় দক্ষিণ সুদানে আবারও গৃহযুদ্ধ শুরু হতে পারে এমন সর্তকতা জারি করেছে জাতিসংঘ। দেশটিতে নিযুক্ত জাতিসংঘ মিশনের (টঘগওঝঝ) প্রধান নিকোলাস হেসম এ কথা জানান। আফ্রিকার দেশটির অবস্থা বর্তমানে ভয়াবহ। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং উপরাষ্ট্রপতি রিক মাচারের অনুগত বাহিনীর মধ্যে এ উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়েছে।

জাতিসংঘ কর্মকর্তা নিকোলাস হেসম জানান, যদি প্রেসিডেন্ট কির এবং মাচার উভয় তাদের জাতিগোষ্ঠীর স্বার্থকে তাদের নিজেদের স্বার্থের চেয়ে অগ্রাধিকার দিতে সক্ষম হন, তাহলেই কেবল শান্তি চুক্তির আলোচনার প্রচেষ্টা সম্ভব হবে। তিনি সতর্ক করে বলেন যে, বিভ্রান্তিকর তথ্য এবং ঘৃণামূলক বক্তব্য জাতিগত দ্বন্দ্ব জাগিয়ে তুলছে। যা ক্রমবর্ধমান সহিংসতাকে আরও উস্কে দিচ্ছে। এ সহিংসতায় ইতোমধ্যে আফ্রিকার এই দেশটিতে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

দক্ষিণ সুদান ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভের পরপরই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ওই সংঘাতে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এরপর ২০১৮ সালে শান্তিচুক্তির মাধ্যমে দক্ষিণ সুদানে জাতীয় ঐকমতের সরকার গঠিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এমন প্রেক্ষাপটে পুনরায় বিশ্বের সবচেয়ে নতুন দেশটিতে উত্তেজনা দেখা দিলো। সুদানে জাতিসংঘ কর্মকর্তা নিকোলাস হেসম আরও জানান, মার্চের প্রথমদিকে উপরাষ্ট্রপতি রিক মাচারের মিত্র হিসেবে পরিচিত হোয়াইট আর্মির একদল যোদ্ধা হোয়াইট আর্মি নামে পরিচিত একদল যোদ্ধা উত্তর-পূর্বাঞ্চলীয় নীল রাজ্যের নাসির কাউন্টির একটি সামরিক ঘাঁটি দখল করে নেয়।

এর জবাবে দক্ষিণ সুদানের সৈন্যরা রাজধানী জুবায় মাচারের বাড়ি ঘিরে ফেলে এবং তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করে। এছাড়া সামরিক বাহিনী নীল নদের ওপারে বিরোধী সম্প্রদায়গুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে জানান নিকোলাস হাইসোম। বেসামরিক লোকদের উপর এমন নির্বিচারে হামলার ফলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হতাহত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, এই যুদ্ধের ফলে আনুমানিক ৬৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ‘এমন ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ সুদান আবার গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে’, জাতিসংঘ এমনটিই মনে করছে বলে তিনি জানান।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি

» যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, নতুন উদ্বেগ

» দনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখলের ঘোষণা

» ক্ষমতাধর পুতিন ভারত সফরে-দিল্লি কী চায়, কী হারাতে পারে

» ট্রাম্পকে ইউরোপের শত্রু মনে করে অর্ধেক ইউরোপীয়, বলছে জরিপ

» মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

» তেল, প্রতিরক্ষা, ভূরাজনীতি: কেন ভারত সফর করছেন পুতিন

» পাকিস্তানে ২১ বছরে সর্বোচ্চ বেকারত্ব

» ইসরায়েলিদের বাধায় নিজেদের জমিতে যেতে পারেন না ফিলিস্তিনিরা