ভেনেজুয়েলার মাদক অপরাধী চক্রের আরেকটি কথিত মাদকবাহী জলযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সোমবার ট্রাম্প বলেন, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল এমন এক নৌকায় আঘাত হানা হয়। তিনি দাবি করেন, তার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী সাউদার্ন কমান্ড (সাউথকম) দায়িত্ব এলাকায় সহিংস মাদক পাচারকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এ আক্রমণ চালায়।
চলতি মাসে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালাল। তবে এ নৌকায় মাদক বহন করা হচ্ছিল কি না, তার কোনো প্রমাণ উপস্থাপন করেননি ট্রাম্প।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “অত্যন্ত সহিংস এই মাদক পাচারকারী চক্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি।”
ট্রাম্পের পোস্টের সঙ্গে প্রকাশিত প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে সাগরে একটি নৌকায় বিস্ফোরণ ঘটতে ও পরে আগুন ধরে যেতে দেখা গেছে। ভিডিওটির উপরে ‘আনক্লাসিফাইড’ মার্কিং দেওয়া ছিল।
সাউথকম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি আঞ্চলিক কমান্ড, যা মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ৩১টি দেশকে অন্তর্ভুক্ত করে।
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ভেনেজুয়েলার মাদক অপরাধী চক্রের আরেকটি কথিত মাদকবাহী জলযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সোমবার ট্রাম্প বলেন, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল এমন এক নৌকায় আঘাত হানা হয়। তিনি দাবি করেন, তার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী সাউদার্ন কমান্ড (সাউথকম) দায়িত্ব এলাকায় সহিংস মাদক পাচারকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এ আক্রমণ চালায়।
চলতি মাসে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালাল। তবে এ নৌকায় মাদক বহন করা হচ্ছিল কি না, তার কোনো প্রমাণ উপস্থাপন করেননি ট্রাম্প।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “অত্যন্ত সহিংস এই মাদক পাচারকারী চক্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি।”
ট্রাম্পের পোস্টের সঙ্গে প্রকাশিত প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে সাগরে একটি নৌকায় বিস্ফোরণ ঘটতে ও পরে আগুন ধরে যেতে দেখা গেছে। ভিডিওটির উপরে ‘আনক্লাসিফাইড’ মার্কিং দেওয়া ছিল।
সাউথকম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি আঞ্চলিক কমান্ড, যা মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ৩১টি দেশকে অন্তর্ভুক্ত করে।