ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি জনগণের স্বার্থ উপেক্ষিত হয়েছে এবং ইসরায়েলের স্বার্থই প্রাধান্য পেয়েছে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেন, এ পরিকল্পনায় হামাসের নিরস্ত্র হওয়া ও অস্ত্র হস্তান্তরের মতো অগ্রহণযোগ্য শর্ত রয়েছে। এছাড়া গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনী (আইএসএফ) মোতায়েনের প্রস্তাবকেও হামাস নতুন ধরনের দখলদারিত্ব হিসেবে দেখছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যেই ট্রাম্পের শান্তি পরিকল্পনা গ্রহণ করেছেন। তবে হামাস এখনো আনুষ্ঠানিকভাবে অবস্থান জানায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাস প্রস্তাবটি বিস্তারিতভাবে পর্যালোচনা করছে।
এদিকে গাজার সামরিক কমান্ডার ইজ-আল দিন আল-হাদ্দাদ লড়াই চালিয়ে যাওয়ার পক্ষেই অবস্থান নিয়েছেন বলে মনে করা হচ্ছে। অপরদিকে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) মঙ্গলবার পরিকল্পনাটি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
হামাসের আপত্তির মূল কারণগুলোর মধ্যে রয়েছে একবারে সব জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত। তাদের আশঙ্কা, এতে দরকষাকষির একমাত্র হাতিয়ার হারাবে তারা। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি অবিশ্বাসও বাড়ছে। বিশেষ করে সম্প্রতি ইসরায়েলের কাতারে হামাস নেতাদের ওপর হামলা এই আস্থাহীনতাকে আরও গভীর করেছে।
বুধবার, ০১ অক্টোবর ২০২৫
ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি জনগণের স্বার্থ উপেক্ষিত হয়েছে এবং ইসরায়েলের স্বার্থই প্রাধান্য পেয়েছে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেন, এ পরিকল্পনায় হামাসের নিরস্ত্র হওয়া ও অস্ত্র হস্তান্তরের মতো অগ্রহণযোগ্য শর্ত রয়েছে। এছাড়া গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনী (আইএসএফ) মোতায়েনের প্রস্তাবকেও হামাস নতুন ধরনের দখলদারিত্ব হিসেবে দেখছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যেই ট্রাম্পের শান্তি পরিকল্পনা গ্রহণ করেছেন। তবে হামাস এখনো আনুষ্ঠানিকভাবে অবস্থান জানায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাস প্রস্তাবটি বিস্তারিতভাবে পর্যালোচনা করছে।
এদিকে গাজার সামরিক কমান্ডার ইজ-আল দিন আল-হাদ্দাদ লড়াই চালিয়ে যাওয়ার পক্ষেই অবস্থান নিয়েছেন বলে মনে করা হচ্ছে। অপরদিকে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) মঙ্গলবার পরিকল্পনাটি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
হামাসের আপত্তির মূল কারণগুলোর মধ্যে রয়েছে একবারে সব জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত। তাদের আশঙ্কা, এতে দরকষাকষির একমাত্র হাতিয়ার হারাবে তারা। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি অবিশ্বাসও বাড়ছে। বিশেষ করে সম্প্রতি ইসরায়েলের কাতারে হামাস নেতাদের ওপর হামলা এই আস্থাহীনতাকে আরও গভীর করেছে।