alt

গাজায় ত্রাণবাহী জাহাজ আটকে দিলো ইসরায়েল

পরিবেশকর্মী থুনবার্গসহ আটকদের ফেরত পাঠানো হবে ইউরোপে

সংবাদ ডেস্ক : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

গাজায় ত্রাণবাহী নৌবহর আটকে দেয়ার পর সুইডেনের জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে তাকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের ইউরোপে ফেরত পাঠানো হবে

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই আটক করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা নৌ-অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে।’

ইসরায়েলি মন্ত্রণালয় বলেছে, ‘এসব জাহাজের সব যাত্রী নিরাপদে ও সুস্থ আছেন। তাদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।’

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি। এগুলোতে যাত্রী রয়েছে ৫০০শ’ মতো। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকরা রয়েছেন।

ইসরায়েল বাহিনী কয়েকটি যুদ্ধ জাহাজ নিয়ে সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো আটক করে। কিছু আটক করা হয়েছে গতকাল বুধবার। বুধবার রাতে নৌবহরের ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছিল ইসরায়েলি বাহিনী। আটক করা হয় বহরে থাকা ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে। গাজা উপকূল থেকে মোটামুটি ৭৫ মাইল দূরে ইসরায়েলি বাহিনী গতকাল বুধবার রাতেই প্রায় সব নৌকাকে থামিয়ে দেয়। বাকিগুলো বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫)। যেসব নৌযান আটক করা হয়েছে সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ বিখ্যাত অনেকে রয়েছেন। আছেন কয়েকজন আইরিশ নাগরিক, যার মধ্যে আছেন- সিন ফেইন সিনেটর ক্রিস অ্যান্ড্রুসও। এছাড়াও আছেন ২ ইতালি এমপি এবং একজন ফরাসি এমপি।

সুমুদ ফ্লোটিলার নৌকাগুলো থামিয়ে সেগুলোর আরোহী থুনবার্গসহ অন্যদের গ্রেপ্তার করে ইসরায়েলের আসদোদ বন্দরের কাস্টডিতে নেয়া হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ফ্লোটিলার সব অধিকারকর্মীকে ফেরত পাঠাবে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ফ্লোটিলা নৌবহরের সামনের সারির জাহাজ আলমার ডেক-এ ইসরায়েলি সেনা পরিবেষ্টিত হয়ে বসে আছেন গ্রেটা থুনবার্গ।

প্রথম দফায় আটক নৌযানগুলো আজ স্থানীয় সময় দুপুরের মধ্যে ইসরায়েলের আসদোদ বন্দরে নিয়ে যাওয়া হতে পারে। বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। ইসরায়েল জানিয়েছে, প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের উড়োজাহাজে করে ইউরোপে পাঠিয়ে দেয়া হবে।

গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বৃহস্পতিবার, রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী।

তবে এই ফ্লোটিলার একটি জাহাজ ‘মিকেনো’ ইসরায়েলের বাধা এড়িয়ে গাজার দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে সেটি গাজা উপকূলের কাছে প্যালেস্টাইন// ভূখন্ডের জলসীমায় ছিল।

ইসরায়েল ২০০৯ সালে গাজার জলসীমায় নৌ অবরোধ আরোপের পর থেকে এই প্রথম এমন কোনো মানবিক ত্রাণ সহায়তা নৌবহর ভূখ-টির ৭০ নটিক্যাল মাইলের কাছাকাছি পৌঁছালো।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলার শেষ একটি নৌকা দূরে থাকার খবর নিশ্চিত করে জানিয়েছে, ‘নৌকাটি এগিয়ে এলে এবং সেটি গাজার যুদ্ধ এলাকায় প্রবেশ করতে চাইলে কিংবা অবরোধ ভাঙতে চাইলে তা ঠেকানো হবে।’

যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য পরিবহনের জন্য সুমুদ ফ্লোটিলার প্রচেষ্টাকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়ার সময় নৌবহরটি গাজার উপকূলরেখার কাছাকাছি থাকায় তারা আশা করেছিল যে, বৃহস্পতিবার, সকালে তাদের জাহাজগুলো গাজায় পৌঁছাবে।

সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধা দেয়ার প্রতিবাদে গ্রিস, ইতালি, ব্রাসেলস, জার্মানি, তিউনিসিয়া, বুয়েনস আয়ার্স এবং তুরস্কে বিক্ষোভ হয়েছে। স্পেন সরকার অধিকারকর্মীদের নিরাপত্তা এবং অধিকারের সুরক্ষার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে।

নৌবহর, সাংবিধানিক মূল্যবোধ এবং গাজার পক্ষে প্রতিবাদে আজ ইতালির শ্রমিক সংগঠনগুলো সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলায় বাধা দেয়াকে ‘সন্ত্রাসবাদী কাজ’ বলে নিন্দা করেছে এবং ‘এই আক্রমণের জন্য দায়ী অপরাধীদের’ জবাবদিহি করার আহ্বান জানিয়েছে।

আইরিশ উপ-প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস নৌবহরে বাধা দেয়ার খবরকে ‘উদ্বেগজনক’ অভিহিত করে বলেছেন, তিনি আশা করেন ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে চলবে।

মন্ত্রণালয় উল্লেখ করেছে, ‘আরেকটি জাহাজ রয়েছে। সেই জাহাজ যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে সেটিকেও আটক করা হবে।’

শাহবাগে সমাবেশ, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক মানবাধিকারকর্মীদের মুক্তি দাবি

প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া এবং পরিবেশবিদ গ্রেটা থুনবার্গসহ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক অধিকারকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করেছেন ‘কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস’ নামের একটি প্ল্যাটফর্মের সদস্যরা।

বৃহস্পতিবার, বিকেলে রাজধানীর শাহবাগে ‘সলিডারিটি উইথ প্যালেস্টাইন’ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মানবাধিকারকর্মী, লেখক, কবি, বুদ্ধিজীবীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, তাদের অবস্থান প্যালেস্টাইনের মানবতার পক্ষে। প্যালেস্টাইন ইস্যুতে টু-স্টেট সলিউশন (দ্বিরাষ্ট্রীয় সমাধান) নয়; পুরো প্যালেস্টাইনকে স্বাধীন, সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বক্তারা আরও বলেন, বিশ্বের কিছু শক্তিশালী রাষ্ট্র ইতোমধ্যেই প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে শুরু করেছে, যা একটি ইতিবাচক সংকেত। তারা বাংলাদেশ সরকারের প্রতি প্যালেস্টাইনকে মানবিক ও রাজনৈতিকভাবে সমর্থন দিতে আহ্বান জানান। এছাড়া নৌবহরে যাওয়া শান্তিকর্মী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণে সহযোগিতার আহ্বান জানান তারা।

আটক মানবাধিকারকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, যাদের বন্দী রাখা হয়েছে, তাদের নির্দ্বিধায় নিঃশর্ত মুক্তি দিতে হবে। সবচেয়ে বড় দাবি হলো- ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তা দ্রুত বন্ধ করতে হবে, প্যালেস্টাইনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়ায় বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে স্যালুট জানান তারা। একইসঙ্গে তার সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করা হয়।

সমাবেশ শেষে একটি মিছিল করে ‘কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস’। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে আবার শাহবাগে এসে শেষ হয়। এ সময় তারা ‘ফর দ্য রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ স্লোগান দেন।

ছবি

জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কো

ছবি

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

ছবি

আমরা ইন্টারনেট বন্ধ করিনি: তালেবান

ছবি

ফ্লোটিলার জাহাজ আটকের প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ

ছবি

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় কি উভয় সংকটে নেতানিয়াহু?

ছবি

কংগ্রেসে অর্থ বিল নাকচ, সংকটে ট্রাম্প প্রশাসন

ছবি

চাকরি, ভ্রমণ ও পার্ক—শাটডাউনে যেসব সমস্যায় পড়তে পারেন মার্কিনিরা

ছবি

গাজামুখী ১৩ নৌযান আটকাল ইসরায়েল, আটক ৩৭ দেশের ২০০ অধিকারকর্মী

ছবি

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় প্যালেস্টাইন প্রসঙ্গ নেই

ছবি

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯

ছবি

এবার মরক্কোতে জেন-জির ঢেউ, গণগ্রেপ্তারের পাশাপাশি সংলাপের প্রস্তাব

ছবি

আফগানিস্তানে ইন্টারনেট ব্ল্যাকআউট, ‘শেষ আশা’ও হারাচ্ছেন নারীরা

ছবি

শাটডাউন কী? কতদিন অচল থাকতে পারে ট্রাম্প প্রশাসন?

ছবি

ট্রাম্প হামাসকে সময় দিলো ৩–৪ দিন, নয়তো ‘দুঃখজনক পরিণতির’ হুঁশিয়ারি

ছবি

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনিদের স্বার্থ নেই: হামাস

ছবি

ফিলিপিন্সে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৬৯

ছবি

লেবার পার্টি গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সর্বাত্মক নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিল

ছবি

কানাডা ভারতের বিষ্ণোই গ্যাংকে ‘সন্ত্রাসী সত্তা’ ঘোষণা

ছবি

ট্রাম্পের গাজা পরিকল্পনায় অনেক প্রশ্নের উত্তর অজানা

ছবি

এবার ‘জেন–জি’ আন্দোলনে মাদাগাস্কারে সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট

ছবি

ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট

ছবি

ঘাঁটি বানাতে রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে মায়ানমার সেনারা

ছবি

কেন্দ্রের সঙ্গে আলোচনা স্থগিত রাখলেন লাদাখের নেতারা

ছবি

কাতারে হামলার জন্য ক্ষমা চাইলেন নেতানিয়াহু

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের সম্মেলন মঙ্গলবার

ছবি

মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান ইউনূসের

ছবি

‘গাজায় যুদ্ধ দ্রুত বন্ধ হবে’, বললেন ট্রাম্প ও নেতানিয়াহু

ছবি

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি’র দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারী গুলিতে নিহত ৪, আহত ৮

ছবি

মধ্যপ্রাচ্যে বিশেষ কিছুর ইঙ্গিত দিলেন ট্রাম্প

ছবি

বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন করলো চীন

ছবি

নতুন অর্থনৈতিক সংকটের আশঙ্কা ইরানিদের

ছবি

গাজায় অবিরাম বোমা হামলার শিকার বাস্তুচ্যুত বাসিন্দারাও

ছবি

যুক্তরাষ্ট্রে মিশিগানের গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪

ছবি

‘ভিত্তিহীন’ সরকারের হাতে দেশ ছেড়ে দিয়ে পালাবেন না, জনসম্মুখে এসে ঘোষণা নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর

ছবি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে বারাক ওবামা

tab

গাজায় ত্রাণবাহী জাহাজ আটকে দিলো ইসরায়েল

পরিবেশকর্মী থুনবার্গসহ আটকদের ফেরত পাঠানো হবে ইউরোপে

সংবাদ ডেস্ক

গাজায় ত্রাণবাহী নৌবহর আটকে দেয়ার পর সুইডেনের জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে তাকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের ইউরোপে ফেরত পাঠানো হবে

বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই আটক করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা নৌ-অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে।’

ইসরায়েলি মন্ত্রণালয় বলেছে, ‘এসব জাহাজের সব যাত্রী নিরাপদে ও সুস্থ আছেন। তাদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।’

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি। এগুলোতে যাত্রী রয়েছে ৫০০শ’ মতো। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকরা রয়েছেন।

ইসরায়েল বাহিনী কয়েকটি যুদ্ধ জাহাজ নিয়ে সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো আটক করে। কিছু আটক করা হয়েছে গতকাল বুধবার। বুধবার রাতে নৌবহরের ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছিল ইসরায়েলি বাহিনী। আটক করা হয় বহরে থাকা ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে। গাজা উপকূল থেকে মোটামুটি ৭৫ মাইল দূরে ইসরায়েলি বাহিনী গতকাল বুধবার রাতেই প্রায় সব নৌকাকে থামিয়ে দেয়। বাকিগুলো বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫)। যেসব নৌযান আটক করা হয়েছে সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ বিখ্যাত অনেকে রয়েছেন। আছেন কয়েকজন আইরিশ নাগরিক, যার মধ্যে আছেন- সিন ফেইন সিনেটর ক্রিস অ্যান্ড্রুসও। এছাড়াও আছেন ২ ইতালি এমপি এবং একজন ফরাসি এমপি।

সুমুদ ফ্লোটিলার নৌকাগুলো থামিয়ে সেগুলোর আরোহী থুনবার্গসহ অন্যদের গ্রেপ্তার করে ইসরায়েলের আসদোদ বন্দরের কাস্টডিতে নেয়া হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ফ্লোটিলার সব অধিকারকর্মীকে ফেরত পাঠাবে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ফ্লোটিলা নৌবহরের সামনের সারির জাহাজ আলমার ডেক-এ ইসরায়েলি সেনা পরিবেষ্টিত হয়ে বসে আছেন গ্রেটা থুনবার্গ।

প্রথম দফায় আটক নৌযানগুলো আজ স্থানীয় সময় দুপুরের মধ্যে ইসরায়েলের আসদোদ বন্দরে নিয়ে যাওয়া হতে পারে। বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। ইসরায়েল জানিয়েছে, প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের উড়োজাহাজে করে ইউরোপে পাঠিয়ে দেয়া হবে।

গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বৃহস্পতিবার, রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী।

তবে এই ফ্লোটিলার একটি জাহাজ ‘মিকেনো’ ইসরায়েলের বাধা এড়িয়ে গাজার দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে সেটি গাজা উপকূলের কাছে প্যালেস্টাইন// ভূখন্ডের জলসীমায় ছিল।

ইসরায়েল ২০০৯ সালে গাজার জলসীমায় নৌ অবরোধ আরোপের পর থেকে এই প্রথম এমন কোনো মানবিক ত্রাণ সহায়তা নৌবহর ভূখ-টির ৭০ নটিক্যাল মাইলের কাছাকাছি পৌঁছালো।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলার শেষ একটি নৌকা দূরে থাকার খবর নিশ্চিত করে জানিয়েছে, ‘নৌকাটি এগিয়ে এলে এবং সেটি গাজার যুদ্ধ এলাকায় প্রবেশ করতে চাইলে কিংবা অবরোধ ভাঙতে চাইলে তা ঠেকানো হবে।’

যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য পরিবহনের জন্য সুমুদ ফ্লোটিলার প্রচেষ্টাকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়ার সময় নৌবহরটি গাজার উপকূলরেখার কাছাকাছি থাকায় তারা আশা করেছিল যে, বৃহস্পতিবার, সকালে তাদের জাহাজগুলো গাজায় পৌঁছাবে।

সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধা দেয়ার প্রতিবাদে গ্রিস, ইতালি, ব্রাসেলস, জার্মানি, তিউনিসিয়া, বুয়েনস আয়ার্স এবং তুরস্কে বিক্ষোভ হয়েছে। স্পেন সরকার অধিকারকর্মীদের নিরাপত্তা এবং অধিকারের সুরক্ষার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে।

নৌবহর, সাংবিধানিক মূল্যবোধ এবং গাজার পক্ষে প্রতিবাদে আজ ইতালির শ্রমিক সংগঠনগুলো সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলায় বাধা দেয়াকে ‘সন্ত্রাসবাদী কাজ’ বলে নিন্দা করেছে এবং ‘এই আক্রমণের জন্য দায়ী অপরাধীদের’ জবাবদিহি করার আহ্বান জানিয়েছে।

আইরিশ উপ-প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস নৌবহরে বাধা দেয়ার খবরকে ‘উদ্বেগজনক’ অভিহিত করে বলেছেন, তিনি আশা করেন ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে চলবে।

মন্ত্রণালয় উল্লেখ করেছে, ‘আরেকটি জাহাজ রয়েছে। সেই জাহাজ যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে সেটিকেও আটক করা হবে।’

শাহবাগে সমাবেশ, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক মানবাধিকারকর্মীদের মুক্তি দাবি

প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া এবং পরিবেশবিদ গ্রেটা থুনবার্গসহ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক অধিকারকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করেছেন ‘কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস’ নামের একটি প্ল্যাটফর্মের সদস্যরা।

বৃহস্পতিবার, বিকেলে রাজধানীর শাহবাগে ‘সলিডারিটি উইথ প্যালেস্টাইন’ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মানবাধিকারকর্মী, লেখক, কবি, বুদ্ধিজীবীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, তাদের অবস্থান প্যালেস্টাইনের মানবতার পক্ষে। প্যালেস্টাইন ইস্যুতে টু-স্টেট সলিউশন (দ্বিরাষ্ট্রীয় সমাধান) নয়; পুরো প্যালেস্টাইনকে স্বাধীন, সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বক্তারা আরও বলেন, বিশ্বের কিছু শক্তিশালী রাষ্ট্র ইতোমধ্যেই প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে শুরু করেছে, যা একটি ইতিবাচক সংকেত। তারা বাংলাদেশ সরকারের প্রতি প্যালেস্টাইনকে মানবিক ও রাজনৈতিকভাবে সমর্থন দিতে আহ্বান জানান। এছাড়া নৌবহরে যাওয়া শান্তিকর্মী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণে সহযোগিতার আহ্বান জানান তারা।

আটক মানবাধিকারকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, যাদের বন্দী রাখা হয়েছে, তাদের নির্দ্বিধায় নিঃশর্ত মুক্তি দিতে হবে। সবচেয়ে বড় দাবি হলো- ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তা দ্রুত বন্ধ করতে হবে, প্যালেস্টাইনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়ায় বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে স্যালুট জানান তারা। একইসঙ্গে তার সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করা হয়।

সমাবেশ শেষে একটি মিছিল করে ‘কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস’। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে আবার শাহবাগে এসে শেষ হয়। এ সময় তারা ‘ফর দ্য রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ স্লোগান দেন।

back to top