alt

এশিয়াজুড়ে বন্যা-ভূমিধসের তা-ব, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

বিদেশী সংবাদ মাধ্যম : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

এশিয়ায় এক সপ্তাহেই হাজার মানুষের প্রাণ নিলো বিধ্বংসী বন্যা। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় চলমান এই দুর্যোগে প্রাণহানি এরই মধ্যে এক হাজার ছাড়িয়ে গেছে। বন্যাকবলিত এলাকাগুলো থেকে ক্রমাগত উদ্ধার হচ্ছে মরদেহ, এখনো নিখোঁজ রয়েছে হাজারও মানুষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সেখানে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০২ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৫০৮ জন।

শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৫ জনে, আর নিখোঁজ ৩৬৬ জন। থাইল্যান্ডে ১৭৬ জনের প্রাণহানি হয়েছে। মালয়েশিয়াতেও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে এশিয়ার চার দেশে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

বন্যায় ব্যাপক ক্ষতি, উদ্ধার অভিযান চলছে: শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যার কারণে সেনাবাহিনীকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে মাঠে নামানো হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, সরকারের প্রথম অগ্রাধিকার এখন ত্রাণ যত দ্রুত সম্ভব দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া। বিচ্ছিন্ন গ্রামগুলোতে সহায়তার জন্য দুটি হাসপাতাল জাহাজ ও তিনটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। অনেক এলাকায় এখনো সড়ক যোগাযোগ বন্ধ।

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে বিপুল ক্ষয়ক্ষতির পর আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সরকার। সেখানেও সামরিক হেলিকপ্টারের মাধ্যমে দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানো হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে দুর্যোগ মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতিসংঘ জানিয়েছে, শ্রীলঙ্কার ২৫টি জেলা মিলিয়ে প্রায় ১০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা সতর্ক করে জানিয়েছে, দেশজুড়ে আরও বৃষ্টি ও বজ্রসহ ঝড় হতে পারে। বিশেষ করে পশ্চিম নুসা তেঙ্গারা, পশ্চিম জাভা ও দক্ষিণ কালিমান্তান প্রদেশে ঝোড়ো বাতাস, বজ্রপাত ও অতিবৃষ্টি হতে পারে। রাজধানী জাকার্তার আশপাশের বগর ও সাউথ টাঙ্গেরাং এলাকায়ও ভারি বা মধ্যম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বন্যার কারণ কী: শ্রীলঙ্কায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকে মৌসুমি বৃষ্টি। তবে এ বছর তা আরও ভয়াবহ হয়েছে দিতওয়া ও সেনিয়ার নামে দুটি ঘূর্ণিঝড়ের কারণে। দিতওয়া বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টি ও ভূমিধসের সূত্রপাত ঘটায়। এরপর তা দুর্বল হয়ে আবার সমুদ্রে ফিরে যায়। অন্যদিকে সেনিয়ার মালাকা প্রণালী থেকে সৃষ্টি হয়ে প্রবল বাতাস, ঢেউ ও টানা বৃষ্টি নিয়ে আঘাত হানে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এবং থাইল্যান্ডের অন্তত আটটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশে। ঝড়ের প্রভাবে মালয়েশিয়াতেও দুজনের মৃত্যু হয়েছে।

দিতওয়া এবার ভারতের পথে: ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় দিতওয়া ভারতীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে তামিলনাড়ুতে। পাশাপাশি পুদুচেরি, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, ওডিশা ও পশ্চিমবঙ্গেও সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য জরুরি পরিস্থিতি সামাল দিতে উপকূলীয় অঞ্চলে দুর্যোগ প্রতিরোধ দল মোতায়েন রাখা হয়েছে।

এদিকে, সরকারি হিসাবে ৪০ লাখের বেশি মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত। এর মধ্যে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায় ৩০ লাখ এবং ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ১১ লাখের বেশি মানুষ রয়েছেন। বঙ্গোপসাগরের ওপারে শ্রীলঙ্কায় আরেকটি ঘূর্ণিঝড়ে ১৫৩ জন মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে আরও ১৯১ জন নিখোঁজ এবং পাঁচ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।

ইন্দোনেশিয়া: সরকারি তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় মৃত্যুর সংখ্যা শনিবারের ৩০৩ থেকে রবিবার বেড়ে দাঁড়ায় ৪৩৫ জনে। পশ্চিম সুমাত্রার তিন প্রদেশে ব্যাপক ভূমিধস ও বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে। বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। ফলে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। পৌঁছানো যাচ্ছে না এমন এলাকায় হেলিকপ্টারে করে ত্রাণ পাঠানো হচ্ছে।রয়টার্সের এক আলোকচিত্রী পশ্চিম সুমাত্রার প্যালেমবায়ান শহরের ওপর দিয়ে নৌবাহিনীর হেলিকপ্টার থেকে দেখেছেন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত, বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। হেলিকপ্টারটি একটি ফুটবল মাঠে অবতরণ করলে আগে থেকেই খাদ্যের অপেক্ষায় সেখানে জড়ো হয়ে ছিলেন বহু মানুষ।

কর্তৃপক্ষ জানায়, কিছু এলাকায় ত্রাণসামগ্রী লুটপাটেরও খবর এসেছে। পশ্চিম সুমাত্রার পদাং শহরে আফরিয়ান্তি নামের ৪১ বছর বয়সী এক নারী বলেন, পানি হঠাৎ ঘরে ঢুকে পড়ল। আমরা ভয় পেয়ে পালাই। শুক্রবার ফিরে এসে দেখি ঘর নেই, ভেঙে গেছে। তিনি জানান, তার নয় সদস্যের পরিবার এখন বাড়ির অবশিষ্ট থাকা একটি দেয়ালের পাশে নিজেরাই বানানো তাঁবুতে থাকছেন।

ঘর নেই, ব্যবসা নেই। দোকান সব ভেসে গেছে। সরকারি হিসাবে এখনও ৪০৬ জন নিখোঁজ। আর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২ লাখ ১৩ হাজার।

থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বন্যায় নিহতের সংখ্যা রবিবার বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। আহত হয়েছেন ১০২ জন। সবচেয়ে বেশি ১৩১ জনের মৃত্যু হয়েছে সঙখলা প্রদেশে। শুক্রবার সঙখলার হাট ইয়াই শহরে ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যা তিন শতকের মধ্যে একদিনে সর্বোচ্চ।

প্রতিবেশী মালয়েশিয়ায় এখনও প্রায় ১৮ হাজার ৭০০ মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। গত সপ্তাহে দেশটির বিভিন্ন অংশে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়া অধিদফতর শনিবার গ্রীষ্মমন্ডলীয় ঝড় ও টানা বৃষ্টির সতর্কতা প্রত্যাহার করে জানায়, বেশির ভাগ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা থাইল্যান্ডে আটকা পড়া ছয় হাজার ২০০ জনের বেশি নাগরিককে উদ্ধার করেছে। একই সঙ্গে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় অবস্থানরত মালয়েশীয়দের স্থানীয় কনস্যুলেটে নিবন্ধনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

পশ্চিম সুমাত্রার এক ভূমিধসে দেশটির ৩০ বছর বয়সী এক নাগরিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে, ফিলিপাইনে বন্যার পর সরকারি তহবিল আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে দুর্নীতিবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। বন্যায় সেখানে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ বিপুল অর্থ দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে দেশটির প্রেসিডেন্ট ফেরদিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়রের বিরুদ্ধে জনবিক্ষোভে উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তার নিজ দল ও পরিবারের সদস্যরাও এখন বিরোধী অবস্থান নিয়েছেন।

এশিয়ায় দুর্যোগের ঘনঘটা বেড়ে যাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাদের মতে, অস্বাভাবিক ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও আকস্মিক বন্যা প্রমাণ করছে—এই অঞ্চলে জলবায়ুর প্রভাব এখন আগের যেকোনো সময়ের চেয়ে তীব্র ও ধ্বংসাত্মক।

ছবি

চরম উত্তেজনার মধ্যে ট্রাম্প-মাদুরোর ফোনালাপ

ছবি

জর্জিয়ায় বিক্ষোভ দমনে প্রথম বিশ্বযুদ্ধের বিষাক্ত রাসায়নিক প্রয়োগ

ছবি

‘যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেনের ফলপ্রসূ আলোচনা, আরো কাজ বাকি’

ছবি

নামেই যুদ্ধবিরতি, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০ হাজার ছাড়ালো

ছবি

‘ডেথ সেলে’ ইমরান খানের নিঃসঙ্গ বন্দিজীবন

ছবি

হোয়াইট হাউস ছাপিয়ে বিশাল সাংস্কৃতিক কেন্দ্র বানালো উজবেকিস্তান

ছবি

যুক্তরাষ্ট্রে তৃতীয় বিশ্বের অভিবাসন স্থগিত, কী প্রভাব পড়বে

ছবি

আফগানদের জন্য ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ভারতের অনুমতি মেলেনি, ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য বুড়িমারীতে আটকা

ছবি

বাইডেনকে দুষলেও সন্দেহভাজন আফগান নাগরিকের আশ্রয়-আবেদনে অনুমোদন দিয়েছিল ট্রাম্প প্রশাসন

ছবি

মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলায় সব আরোহী নিহত

ছবি

হংকংয়ে মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা, নিহতদের স্মরণে শোক

ছবি

৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ছবি

দুর্নীতিবিরোধী অভিযানের পর জেলেনস্কির শীর্ষ সহকারীকে অপসারণ

ছবি

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো

ছবি

এয়ারবাসের ৬ হাজার বিমানের সফটওয়্যার আপডেটের নির্দেশনা

ছবি

হংকংয়ে আগুনে নিহত বেড়ে ১২৮, উদ্ধার তৎপরতা চলছে

ছবি

ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে তথ্য দিচ্ছে না কর্তৃপক্ষ, অবস্থান কর্মসূচি

ছবি

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন ট্রাম্প

ছবি

আসামে বহুবিবাহ নিষিদ্ধ করে ‘বিতর্কিত’ বিল পাস

ছবি

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় এখনো গণহত্যা চলছে

ছবি

ট্রাম্প প্রশাসনের নজর এখন গ্রিন কার্ডধারীদের দিকে

ছবি

সৌদি আরব কেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে না

ছবি

হোয়াইট হাউজের কাছে ২ ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ, হামলাকারী আফগান আটক

গিনি-বিসাউয়ের সামরিক অভ্যুত্থানে ক্ষমতা নিল সেনারা, প্রেসিডেন্ট আটক

ছবি

পাকিস্তানের আদিয়ালা জেলেই আছেন ইমরান খান, সুস্থ আছেন: কর্তৃপক্ষ

ছবি

রাশিয়াবান্ধব চুক্তি হতে হবে,না হলে যুদ্ধ চালাবেন পুতিন

ছবি

অরুণাচল প্রদেশ নিয়ে আবার কেন চীন–ভারত মুখোমুখি

ছবি

মামদানির ট্র্যানজিশন টিমে স্থান পেলেন ৯ বাংলাদেশি

ছবি

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত

ছবি

আফগানিস্তানের তালেবানের কাছে আর প্রত্যাশার কিছু নেই: পাকিস্তানের

ছবি

পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক

ছবি

বোলসোনারোকে ২৭ বছরের কারাভোগ শুরুর নির্দেশ

ছবি

ইউক্রেনে যুদ্ধ বন্ধে গতি এলেও পাল্টাপাল্টি হামলা বেড়েছে

ছবি

শীতের মধ্যে গৃহহীন ফিলিস্তিনিদের নতুন দুর্ভোগ বন্যা

ছবি

চীন কি আরব আমিরাতে সামরিক ঘাঁটি বানাচ্ছে, কী বলছে যুক্তরাষ্ট্র

tab

এশিয়াজুড়ে বন্যা-ভূমিধসের তা-ব, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

বিদেশী সংবাদ মাধ্যম

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

এশিয়ায় এক সপ্তাহেই হাজার মানুষের প্রাণ নিলো বিধ্বংসী বন্যা। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় চলমান এই দুর্যোগে প্রাণহানি এরই মধ্যে এক হাজার ছাড়িয়ে গেছে। বন্যাকবলিত এলাকাগুলো থেকে ক্রমাগত উদ্ধার হচ্ছে মরদেহ, এখনো নিখোঁজ রয়েছে হাজারও মানুষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সেখানে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০২ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৫০৮ জন।

শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৫ জনে, আর নিখোঁজ ৩৬৬ জন। থাইল্যান্ডে ১৭৬ জনের প্রাণহানি হয়েছে। মালয়েশিয়াতেও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে এশিয়ার চার দেশে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

বন্যায় ব্যাপক ক্ষতি, উদ্ধার অভিযান চলছে: শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যার কারণে সেনাবাহিনীকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে মাঠে নামানো হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, সরকারের প্রথম অগ্রাধিকার এখন ত্রাণ যত দ্রুত সম্ভব দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া। বিচ্ছিন্ন গ্রামগুলোতে সহায়তার জন্য দুটি হাসপাতাল জাহাজ ও তিনটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। অনেক এলাকায় এখনো সড়ক যোগাযোগ বন্ধ।

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে বিপুল ক্ষয়ক্ষতির পর আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সরকার। সেখানেও সামরিক হেলিকপ্টারের মাধ্যমে দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানো হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে দুর্যোগ মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতিসংঘ জানিয়েছে, শ্রীলঙ্কার ২৫টি জেলা মিলিয়ে প্রায় ১০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা সতর্ক করে জানিয়েছে, দেশজুড়ে আরও বৃষ্টি ও বজ্রসহ ঝড় হতে পারে। বিশেষ করে পশ্চিম নুসা তেঙ্গারা, পশ্চিম জাভা ও দক্ষিণ কালিমান্তান প্রদেশে ঝোড়ো বাতাস, বজ্রপাত ও অতিবৃষ্টি হতে পারে। রাজধানী জাকার্তার আশপাশের বগর ও সাউথ টাঙ্গেরাং এলাকায়ও ভারি বা মধ্যম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বন্যার কারণ কী: শ্রীলঙ্কায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকে মৌসুমি বৃষ্টি। তবে এ বছর তা আরও ভয়াবহ হয়েছে দিতওয়া ও সেনিয়ার নামে দুটি ঘূর্ণিঝড়ের কারণে। দিতওয়া বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টি ও ভূমিধসের সূত্রপাত ঘটায়। এরপর তা দুর্বল হয়ে আবার সমুদ্রে ফিরে যায়। অন্যদিকে সেনিয়ার মালাকা প্রণালী থেকে সৃষ্টি হয়ে প্রবল বাতাস, ঢেউ ও টানা বৃষ্টি নিয়ে আঘাত হানে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এবং থাইল্যান্ডের অন্তত আটটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশে। ঝড়ের প্রভাবে মালয়েশিয়াতেও দুজনের মৃত্যু হয়েছে।

দিতওয়া এবার ভারতের পথে: ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় দিতওয়া ভারতীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে তামিলনাড়ুতে। পাশাপাশি পুদুচেরি, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, ওডিশা ও পশ্চিমবঙ্গেও সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য জরুরি পরিস্থিতি সামাল দিতে উপকূলীয় অঞ্চলে দুর্যোগ প্রতিরোধ দল মোতায়েন রাখা হয়েছে।

এদিকে, সরকারি হিসাবে ৪০ লাখের বেশি মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত। এর মধ্যে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায় ৩০ লাখ এবং ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ১১ লাখের বেশি মানুষ রয়েছেন। বঙ্গোপসাগরের ওপারে শ্রীলঙ্কায় আরেকটি ঘূর্ণিঝড়ে ১৫৩ জন মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে আরও ১৯১ জন নিখোঁজ এবং পাঁচ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।

ইন্দোনেশিয়া: সরকারি তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় মৃত্যুর সংখ্যা শনিবারের ৩০৩ থেকে রবিবার বেড়ে দাঁড়ায় ৪৩৫ জনে। পশ্চিম সুমাত্রার তিন প্রদেশে ব্যাপক ভূমিধস ও বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে। বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। ফলে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। পৌঁছানো যাচ্ছে না এমন এলাকায় হেলিকপ্টারে করে ত্রাণ পাঠানো হচ্ছে।রয়টার্সের এক আলোকচিত্রী পশ্চিম সুমাত্রার প্যালেমবায়ান শহরের ওপর দিয়ে নৌবাহিনীর হেলিকপ্টার থেকে দেখেছেন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত, বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। হেলিকপ্টারটি একটি ফুটবল মাঠে অবতরণ করলে আগে থেকেই খাদ্যের অপেক্ষায় সেখানে জড়ো হয়ে ছিলেন বহু মানুষ।

কর্তৃপক্ষ জানায়, কিছু এলাকায় ত্রাণসামগ্রী লুটপাটেরও খবর এসেছে। পশ্চিম সুমাত্রার পদাং শহরে আফরিয়ান্তি নামের ৪১ বছর বয়সী এক নারী বলেন, পানি হঠাৎ ঘরে ঢুকে পড়ল। আমরা ভয় পেয়ে পালাই। শুক্রবার ফিরে এসে দেখি ঘর নেই, ভেঙে গেছে। তিনি জানান, তার নয় সদস্যের পরিবার এখন বাড়ির অবশিষ্ট থাকা একটি দেয়ালের পাশে নিজেরাই বানানো তাঁবুতে থাকছেন।

ঘর নেই, ব্যবসা নেই। দোকান সব ভেসে গেছে। সরকারি হিসাবে এখনও ৪০৬ জন নিখোঁজ। আর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২ লাখ ১৩ হাজার।

থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বন্যায় নিহতের সংখ্যা রবিবার বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। আহত হয়েছেন ১০২ জন। সবচেয়ে বেশি ১৩১ জনের মৃত্যু হয়েছে সঙখলা প্রদেশে। শুক্রবার সঙখলার হাট ইয়াই শহরে ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যা তিন শতকের মধ্যে একদিনে সর্বোচ্চ।

প্রতিবেশী মালয়েশিয়ায় এখনও প্রায় ১৮ হাজার ৭০০ মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। গত সপ্তাহে দেশটির বিভিন্ন অংশে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়া অধিদফতর শনিবার গ্রীষ্মমন্ডলীয় ঝড় ও টানা বৃষ্টির সতর্কতা প্রত্যাহার করে জানায়, বেশির ভাগ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা থাইল্যান্ডে আটকা পড়া ছয় হাজার ২০০ জনের বেশি নাগরিককে উদ্ধার করেছে। একই সঙ্গে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় অবস্থানরত মালয়েশীয়দের স্থানীয় কনস্যুলেটে নিবন্ধনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

পশ্চিম সুমাত্রার এক ভূমিধসে দেশটির ৩০ বছর বয়সী এক নাগরিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে, ফিলিপাইনে বন্যার পর সরকারি তহবিল আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে দুর্নীতিবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। বন্যায় সেখানে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ বিপুল অর্থ দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে দেশটির প্রেসিডেন্ট ফেরদিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়রের বিরুদ্ধে জনবিক্ষোভে উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তার নিজ দল ও পরিবারের সদস্যরাও এখন বিরোধী অবস্থান নিয়েছেন।

এশিয়ায় দুর্যোগের ঘনঘটা বেড়ে যাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাদের মতে, অস্বাভাবিক ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও আকস্মিক বন্যা প্রমাণ করছে—এই অঞ্চলে জলবায়ুর প্রভাব এখন আগের যেকোনো সময়ের চেয়ে তীব্র ও ধ্বংসাত্মক।

back to top