image

এমসিএস কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২২ ফেব্রুয়ারি

শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
মোহাম্মদ কাওছার উদ্দীন

ঢাকার মতিঝিল এলাকার আইসিটি ব্যবসায়ীদের সংগঠন মতিঝিল কমপিউটার সোসাইটি (এমসিএস) এর ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ ফেব্রুয়ারি; চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১২ ফেব্রুয়ারি এবং নির্বাচন ২২ ফেব্রুয়ারি।

মঙ্গলবার ২৮শে জানুয়ারি একটি কনভেনশন সেন্টারে এমসিএস সভাপতি মো. আবুল হাসানের সভাপতিত্বে ‘নির্বাচনী তফসিল ঘোষনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার মো. শফিকুল ইসলাম রিপন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য মো. মাহফুজুর রহমান ও মোহাম্মদ হাসান এবং আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মামুনুর রহমান খান; সদস্য এস এম জাহিদুল হাসান সোহেল ও মো. জাবেদ আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক যুগ্ম মহাসচিব এস এম ওয়াহিদুজ্জামান, বিসিএসের সাবেক মহাসচিব মোশাররফ হোসেন সুমন, এমসিএসের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল আলম, কোষাধ্যক্ষ রুকন উদ্দিন আশিক, সাংগঠনিক সম্পাদক এ কে এম হাসান মোরশেদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আল মামুন, উপদেষ্টা পরিষদের সদস্যসহ এমসিএসের সদস্যরা।

তফসিল অনুযায়ী প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ ২৯ জানুয়ারি। প্রাথমিক ভোটার তালিকার ওপর কোন আপত্তি থাকলে তা লিখিতভাবে দাখিল করতে হবে ১ ফেব্রুয়ারি, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। প্রাথমিক ভোটার তালিকার ওপর কোন আপত্তি থাকলে তার ওপর শুনানি এবং নিষ্পত্তির শেষ সময় ১ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ ফেব্রুয়ারি।

নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ৬ ফেব্রুয়ারি। বৈধ মনোনয়নপত্র জমাদানকারীদের তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বিষয়ে কোন অভিযোগ থাকলে লিখিতভাবে তা জমাদানের শেষ সময় ৮ ফেব্রুয়ারি সন্ধ্য ৬টা পর্যন্ত। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ১০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১২ ফেব্রুয়ারি। প্রার্থী পরিচিতি সভা ১৩ ফেব্রুয়ারি। নির্বাচনী প্রচারণার শেষ সময় ২০ ফেব্রুয়ারি রাত ১২টা। নির্বাচন (ভোট প্রদান) ২২ ফ্রেব্রুয়ারি, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা ২২ ফেব্রুয়ারি। চূড়ান্ত ফলাফল ঘোষণা ২৩ ফেব্রুয়ারি।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি