২৯ জানুয়ারি থেকে ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ ডিভাইস গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ও এস২৫ প্লাসের প্রি-অর্ডার নেয়া শুরু করেছে স্যামসাং বাংলাদেশ।
টাইটেনিয়াম ব্ল্যাক ও টাইটেনিয়াম সিলভার ব্লু এই দুইটি ফিনিশে বাজারে আসা গ্যালাক্সি এস২৫ আল্ট্রায় ১২জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ (রম) ব্যবহার করা হয়েছে। এর ৬.৯ ইঞ্চি কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লের অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট স্ক্রিনের প্রতিটি দৃশ্যকে আরও প্রাণবন্ত করে তুলবে। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা সেটআপ। তবে, মূল আকর্ষণ হিসেবে ডিভাইসটিতে যুক্ত হয়েছে এআই ফিচার। স্মার্টফোনটি প্রি-বুকে গ্রাহকরা ১২,০০০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। এছাড়া রয়েছে ৩০ হাজার টাকা পর্যন্ত ট্রেড-ইন বোনাস, আর ১৫ হাজার টাকা পর্যন্ত ইএমআই সুবিধা। ক্রেতারা সুদহীন ১২ মাসের ইএমআই, কিংবা বা ৩৬ মাস পর্যন্ত বর্ধিত ইএমআই সুবিধারও সুযোগ পাবেন।
অন্যদিকে নেভি ও সিলভার শ্যাডো, এই দুইটি ফিনিশে বাজারে আসা গ্যালাক্সি এস২৫ প্লাস (১২/২৫৬ জিবি) ডিভাইসটি এখন ১,৮১,৯৯৯ টাকায় প্রি-বুক করা যাবে। এই মডেলেও ১০ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে স্যামসাং, সাথে রয়েছে ২০ হাজার টাকা পর্যন্ত ট্রেড-ইন বোনাস। এছাড়াও, সুদহীন ১২ মাসের ইএমআই সুবিধা এবং ৫ হাজার টাকা পর্যন্ত ইএমআই থাকছে। গ্রাহকরা প্রয়োজনে ৩৬ মাস পর্যন্ত ইএমআই পেমেন্ট সুবিধা বাড়িয়ে নিতে পারবেন। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রি-অর্ডারের সুযোগ থাকছে এবং এর পরের সপ্তাহ থেকে ডেলিভারি শুরু হবে।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে