তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

রোববার, ০২ মার্চ ২০২৫

প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের পলিসি মেকিং কন্টেন্ট ক্রিয়েশন ফেলোশিপ অনুষ্ঠিত

প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের পলিসি মেকিং কন্টেন্ট ক্রিয়েশন ফেলোশিপ অনুষ্ঠিত

রোববার, ০২ মার্চ ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

তরুণদের নেতৃত্ব বিকাশ ও নীতি সংস্কারে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রেনিউর ল্যাব ও আটলান্টিক কাউন্সিলের উদ্যোগে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ফ্রিডম ফেলোস কোহোর্ট ৮ ইন-পার্সন বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইন্টারেক্টিভ লার্নিং, কমিউনিটি এনগেজমেন্ট এবং ডিজিটাল অ্যাডভোকেসির মাধ্যমে অংশগ্রহণকারীদের সক্ষম করে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

২০২১ সালে যাত্রা শুরু করা ফ্রিডম ফেলোস কর্মসূচির আওতায় এ পর্যন্ত সাতটি সফল কোহোর্ট সম্পন্ন হয়েছে, যেখানে প্রেনিউর ল্যাব ৩০০ এর বেশি তরুণকে নীতি সংস্কার, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক সম্পৃক্ততার বিষয়ে দক্ষ করে তুলেছে। বুটক্যাম্পের মাধ্যমে নতুন প্রজন্মকে নেতৃত্বের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা নিজেদের দক্ষতা ও সুপারিশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

বুটক্যাম্পের শুরুতে প্রেনিউর ল্যাব ইয়ুথ অ্যান্ড ইনোভেশন ট্রাস্টের হেড অফ অপারেশনস ও অ্যাডমিন এম আশরাফুল তানভীর অংশগ্রহণকারীদের জন্য একটি ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন, যেখানে তারা সহযোগিতা, নেটওয়ার্কিং এবং নেতৃত্ব বিকাশের কার্যকরী কৌশল সম্পর্কে শিখেন।

এরপর যুব নীতি বিশেষজ্ঞ ও এফএনএফ বাংলাদেশের সাবেক প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ ‘বাংলাদেশের ভবিষ্যৎ গঠন: টেকসই উন্নয়নের জন্য শাসন ও নীতি সংস্কার’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, যেখানে তরুণদের নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

ডেটা সাংবাদিক ও ‘ভয়েসেস অব বাংলাদেশ’ এর গবেষক মো. জাহিদ হোসেন খান নাগরিক দায়িত্ব¡ ও শাসনে যুবকদের সম্পৃক্ততার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণদের কণ্ঠস্বরকে কার্যকর করার জন্য সচেতন নাগরিক সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

স্টার্ট২স্কেলআপের পরিচালক আল-আমিন প্রান্ত ডিজিটাল মিডিয়ার ব্যবহার করে নীতিগত অ্যাডভোকেসির জন্য কার্যকর কন্টেন্ট তৈরি করার কৌশল শেখান। তার সেশনে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য তথ্যনির্ভর ও আকর্ষণীয় গল্প বলার কৌশল তুলে ধরা হয়। বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে বিভিন্ন সেশনে অংশ নেয়, হাতে-কলমে শেখার সুযোগ পায় এবং নীতি সংস্কার ও অ্যাডভোকেসিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে। গ্রুপ ওয়ার্ক, মতবিনিময় ও ইন্টারেক্টিভ কার্যক্রমের মাধ্যমে তারা ভবিষ্যতে সমাজ পরিবর্তনের জন্য সুপারিশ প্রণয়ন ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রস্তুত।

প্রেনিউর ল্যাবের হেড অফ অপারেশনস ও অ্যাডমিন এম আশরাফুল তানভীর এ প্রসঙ্গে বলেন, ‘ফ্রিডম ফেলোস প্রোগ্রামটি যুব নেতৃত্বকে উৎসাহিত করে এবং নীতি ও কমিউনিটি উন্নয়নে তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দেয়। কোহোর্ট ৮-এর অংশগ্রহণকারীর মধ্যে আমরা অসাধারণ সম্ভাবনা দেখতে পেরেছি, যা ভবিষ্যতে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

» ২০২৫ সালে প্রতিদিন ৫ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি

» বিকাশে কন্টাক্টলেস এনএফসি পেমেন্ট

» দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ১০ গুণ প্রবৃদ্ধি

» টিকটকে এআই কনটেন্টের জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা

» ডিজিটাল অধিকার বিষয়ক জনসংলাপ অনুষ্ঠিত

» বাংলাদেশে উৎপাদন কার্যক্রম উদ্বোধন করল অনার

» বৈদ্যুতিক যানের প্রসারে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও গ্লাফিট

» বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬

» আইজেএসও ২০২৫ এ বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জ পদক জয়

» বাজারে লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড প্রো ৫আই

» মাস্টারকার্ড উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫-২৬ এর ঘোষণা

» বিডিটিকেটসে সেন্টমার্টিনের টিকেট ও ট্রাভেল পাস

» ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ

» ৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫

» নতুন ব্র্যান্ড পরিচয়ে বাংলালিংক

» পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ

» কৃষকদের আর্থিক ব্যবস্থাপনায় ব্র্যাক ও বিকাশের কর্মশালা

» আইটি খাতে দক্ষ মানবসম্পদ গড়তে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ জরুরী: বেসিস প্রশাসক

» সিঙ্গাপুরে শেষ হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক ফাইনাল

» বাংলাদেশে অপোর প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর চালু