টেলিযোগাযোগ খাতের নানা দাবি-আপত্তি উপেক্ষা করে সরকার প্রকাশ করেছে ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি’র গেজেট। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ গেজেট জারি করে।
৪ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর ঘোষিত এ নীতিমালায় বিদ্যমান ২৬ ধরনের লাইসেন্স কমিয়ে চারটিতে আনা হয়েছে। সরকারের ভাষ্য, এতে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম কমবে, প্রতিযোগিতা বাড়বে এবং সেবা আরও সুলভ হবে।
তবে মোবাইল অপারেটর রবি ও বাংলালিংক নতুন নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রবি বলছে, আলোচনায় দেওয়া প্রস্তাব উপেক্ষা করা হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক। বাংলালিংক ইতিবাচক দিকগুলোকে স্বাগত জানালেও বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার শঙ্কা জানিয়েছে।
অন্যদিকে আইআইজি, আইজিডব্লিউ ও আইসিএক্সের মতো দেশীয় প্রতিষ্ঠানগুলো শুরু থেকেই এ নীতির বিরোধিতা করে আসছে এবং আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
টেলিযোগাযোগ খাতের নানা দাবি-আপত্তি উপেক্ষা করে সরকার প্রকাশ করেছে ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি’র গেজেট। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ গেজেট জারি করে।
৪ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর ঘোষিত এ নীতিমালায় বিদ্যমান ২৬ ধরনের লাইসেন্স কমিয়ে চারটিতে আনা হয়েছে। সরকারের ভাষ্য, এতে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম কমবে, প্রতিযোগিতা বাড়বে এবং সেবা আরও সুলভ হবে।
তবে মোবাইল অপারেটর রবি ও বাংলালিংক নতুন নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রবি বলছে, আলোচনায় দেওয়া প্রস্তাব উপেক্ষা করা হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক। বাংলালিংক ইতিবাচক দিকগুলোকে স্বাগত জানালেও বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার শঙ্কা জানিয়েছে।
অন্যদিকে আইআইজি, আইজিডব্লিউ ও আইসিএক্সের মতো দেশীয় প্রতিষ্ঠানগুলো শুরু থেকেই এ নীতির বিরোধিতা করে আসছে এবং আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে।