গত ২৫ সেপ্টেম্বর, রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) ২০২৫ এর জাতীয় পর্ব। এ আয়োজনে তিনটি আঞ্চলিক পর্বের মাধ্যমে বাছাই করা প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। জাতীয় পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বছর নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করবে। আয়োজনে ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে ৩ সদস্য বিশিষ্ট টিম ইনক্রেভো, ফিউচার ইনোভেটরস জুনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছে ২ সদস্য বিশিষ্ট টিম সাইবার স্কোয়াড, এবং ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে ৩ সদস্য বিশিষ্ট টিম লেজিগো। এছাড়া প্রতি ক্যাটাগরিতে সিলভার পদক ও ব্রোঞ্জ পদক সহ মোট ১৪টি দলকে পদক দেয়া হয় এবং ৫টি দলকে সম্মানজনক স্বীকৃতি দেয়া হয়।
জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া। তিনি বলেন, এই আয়োজন দেশের তরুণ প্রতিভাদের রোবোটিক্স এবং প্রযুক্তিতে উৎসাহিত করবে এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে সহায়ক হবে। এই ধরনের প্রতিযোগিতা আরও বেশি শিক্ষার্থীকে অংশগ্রহণে উৎসাহিত করবে। এছাড়া, এটি দেশের প্রযুক্তিখাতের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসওএসই অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাসান সারওয়ার, আইআরআইআইসি এর পরিচালক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ব্র্যাক বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ খলিলুর রহমান, দ্য বিজনেজ স্ট্যান্ডার্ড-এর ব্যবস্থাপনা সম্পাদক খালেদ মাসুদ, ব্রেইনস্টেশন ২৩ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির, ক্রিয়েটিভ আইটির সভাপতি মনির হোসেন ও সিওও জিয়া উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কেও সভাপতি মুনির হাসান।
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
গত ২৫ সেপ্টেম্বর, রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) ২০২৫ এর জাতীয় পর্ব। এ আয়োজনে তিনটি আঞ্চলিক পর্বের মাধ্যমে বাছাই করা প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। জাতীয় পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বছর নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করবে। আয়োজনে ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে ৩ সদস্য বিশিষ্ট টিম ইনক্রেভো, ফিউচার ইনোভেটরস জুনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছে ২ সদস্য বিশিষ্ট টিম সাইবার স্কোয়াড, এবং ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে ৩ সদস্য বিশিষ্ট টিম লেজিগো। এছাড়া প্রতি ক্যাটাগরিতে সিলভার পদক ও ব্রোঞ্জ পদক সহ মোট ১৪টি দলকে পদক দেয়া হয় এবং ৫টি দলকে সম্মানজনক স্বীকৃতি দেয়া হয়।
জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া। তিনি বলেন, এই আয়োজন দেশের তরুণ প্রতিভাদের রোবোটিক্স এবং প্রযুক্তিতে উৎসাহিত করবে এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে সহায়ক হবে। এই ধরনের প্রতিযোগিতা আরও বেশি শিক্ষার্থীকে অংশগ্রহণে উৎসাহিত করবে। এছাড়া, এটি দেশের প্রযুক্তিখাতের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসওএসই অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাসান সারওয়ার, আইআরআইআইসি এর পরিচালক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ব্র্যাক বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ খলিলুর রহমান, দ্য বিজনেজ স্ট্যান্ডার্ড-এর ব্যবস্থাপনা সম্পাদক খালেদ মাসুদ, ব্রেইনস্টেশন ২৩ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির, ক্রিয়েটিভ আইটির সভাপতি মনির হোসেন ও সিওও জিয়া উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কেও সভাপতি মুনির হাসান।