সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন সম্প্রতি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির সাথে একটি কর্পোরেট পার্টনারশিপ স্থাপন করেছে। এর আওতায় গ্রামীণফোনের ডিএনএস-লেয়ার সিকিউরিটি সল্যুশন ‘জিপি শিল্ড’ এর মাধ্যমে নাভানা ফার্মাসিউটিক্যালের কর্মীদের সার্বিক ডিজিটাল নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
এই পার্টনারশিপের আওতায় নাভানা ফার্মাসিউটিক্যালস তাদের সকল কর্মীর জন্য ব্যবহার করবে জিপি শিল্ড, যাতে নিরাপদ ইন্টারনেটের পাশাপাশি ফিশিং, ম্যালওয়্যার ও র্যানসমওয়্যারের আক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত হয়। এই প্রক্রিয়ায় ডিএনএস লেয়ারেই সাইবার ঝুঁকি প্রতিরোধ করা হয়; ফলে নিরাপদে ও নির্বিঘে্ন অনলাইন অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন ব্যবহারকারীরা।
গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ড. সাঈদ আহমেদ সম্প্রতি এ বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান; হেড অব লার্জ অ্যাকাউন্টস এম. শাওন আজাদ; হেড অব প্রাইম অ্যাকাউন্টস-১ নাবিলা এনায়েত প্রভা; হেড অব এইচআর স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টনারিং বিজনেস, আইটি ও টেক সৈয়দ মাসুদ মাহমুদ; প্রোডাক্ট ম্যানেজার অদিতি সেন; স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ জুলকার নাঈন এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন আতীক দেওয়ান হক ও হেড অব আইটি মলয় কুমার দে সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি