image

বাংলাদেশে ৫জি বাস্তবায়নে বিটিসিএলের প্রস্তুতি

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশে ৫জি বাস্তবায়নে বিটিসিএল এর প্রস্তুতি শীর্ষক দিনব্যাপী কর্মশালা আজ বিটিসিএল প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিটিসিএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. কে. এম. হাবিবুর রহমান এবং এমওটিএন প্রকল্পের প্রকল্প পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, টিআরএনবি’র সভাপতি রাশেদ মেহেদী এবং সাধারণ সম্পাদক সমীর কুমার দে। কর্মশালায় বিটিসিএল এর ২০জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। বিটিসিএলের প্রধান কার্যালয় থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি