image

ডিজিটাল এবং ওটিটিতে গণমাধ্যমের ভবিষ্যৎ: মিডিয়া ইনোভেশন কনফারেন্সে বক্তারা

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

প্রেনিউর ল্যাব ইউথ এন্ড ইনোভেশন ট্রাস্ট এবং ফ্রেডরিখ নাওমান ফাউন্ডেশন যৌথভাবে ‘কনফােেরন্স অন ইনোভেশন ইন মিডিয়া’ নামের একটি সম্মেলনের আয়োজন করে। মূলত প্রতিষ্ঠান দুটি “ফিউচার অফ মিডিয়া সামিট” নামে একটি মিডিয়া সামিট আয়োজন করছে, এই সম্মেলনটি ছিল সামিটের একটি অংশ। সম্মেলনটি ২ নভেম্বর অনলাইনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন এফএনএফ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ এবং প্রেনিউর ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা আরিফ নিজামী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সময় টিভির সম্প্রচার প্রধান সালাউদ্দিন সেলিম; দি ডেইলি স্টারের ব্যবসা প্রধান শুভাশীষ রায়; চ্যানেল ২৪ এর ডিজিটাল মিডিয়ার ম্যানেজার ও লিড রিয়াজুল আলম রাব্বি। শুভাশীষ রায়ের সম্মেলন বিষয়বস্তু সংক্রান্ত মূল বক্তব্য উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর সালাউদ্দিন সেলিম বাংলাদেশে ওটিটি এর গঠন এবং ভবিষ্যৎ বিষয়ে এবং রিয়াজুল আলম রাব্বি ইউটিউবের সফলতা কৌশল বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।

এরপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যার মূখ্য বিষয়বস্তি ছিল ‘বাংলাদেশী গণমাধ্যমের ৫০ বছর এবং এর ভবিষ্যৎ’। এই গোলটেবিলে বক্তব্য উপস্থাপন করেন ড. শাহ মো. নিস্তার জাহান কবির, মঞ্জুরুল কবির, ড. মো. শাহনেওয়াজ খান চন্দন, ইব্রাহীম বিন হারুন এবং আরিফুর রহমান।

সম্মেলনে বক্তাগণ ফেক নিউজ, অপপ্রচার, গুজব, গনমাধ্যমের পরাধীনতা, গণমাধ্যমের অপব্যবহার ইত্যাদির সামাজিক প্রভাব এবং এগুলোর প্রতিরোধে করণীয় সম্পর্কীত বক্তব্যও তুলে ধরেন। প্যানেলটি মডারেট করেন প্রেনিউর ল্যাব এর ট্রাস্টি রাখশান্দা রুখাম।

‘মিডিয়া’ : আরও খবর

» সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

» রাজধানীতে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অফিসের বিবৃতি প্রকাশ

সম্প্রতি