image

ভালো সাংবাদিক হয়ে উঠতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই

বুধবার, ০৩ আগস্ট ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক:

অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বিজ্ঞানমনস্ক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সংবেদনশীলতা শিক্ষা দেয়ার আহ্বান জানিয়ে ‘সাংবাদিকতা কেন করবো, কিভাবে করবো’ শীর্ষক দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

চিলড্রেন এ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্ক (সিএজেএন) এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের জন্য সংবেদনশীল ও কল্যাণকর সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে বুধবার (৩ আগস্ট) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ কর্মশালা উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, একজন ভালো সাংবাদিক হয়ে উঠতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাই শিশু-কিশোরদের প্রযুক্তি ও বিজ্ঞানের ভালো দিকগুলো গ্রহণ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর (অপারেশনস) চন্দন জেড গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সিএজেএন এর সাধারণ সম্পাদক শীপন হাবিব।

সিএজেএন’র প্রেসিডেন্ট মাহফুজা জেসমিনের পরিচালনায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শিশু আইন বিশেষজ্ঞ এডভোকেট রওশন আলী এবং চ্যানেল আই’র বিশেষ সংবাদদাতা মোস্তফা কামাল মল্লিক। কর্মশালায় সাংবাদিকতায় আগ্রহী শিশু ফোরামের ২৫ জন সদস্য প্রশিক্ষণ গ্রহন করেন।

‘মিডিয়া’ : আরও খবর

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

» সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সম্প্রতি