সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

কর অব্যাহতি কমানোর পরিকল্পনা: এনবিআর চেয়ারম্যান

image

কর অব্যাহতি কমানোর পরিকল্পনা: এনবিআর চেয়ারম্যান

শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের চাপে কর অব্যাহতি ব্যাপক হারে কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বৃহস্পতিবার ওয়ালটনের আয়োজিত শিল্পমেলা ‘এটিএস এক্সপো-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চলতি অর্থবছরে কর-জিডিপি অনুপাত ০.৬ শতাংশ পয়েন্ট বাড়ানোর আইএমএফের শর্তের কথা তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, “বাজেট ঘাটতি পূরণ ও ঋণ পরিশোধ করতে রাজস্ব বাড়ানোর বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রতিবার প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ কোটি টাকার কর ছাড় দেওয়া হয়, যা এখন কমানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”

তিনি জানান, আইএমএফের সাথে আলোচনায় এনবিআর শর্ত শিথিলের প্রস্তাব করেছিল। যদিও সংস্থাটি শর্ত কিছুটা নমনীয় করলেও আগের বছরের শর্ত পূরণ না হওয়ায় বাড়তি ০.২ শতাংশ পয়েন্ট কর-জিডিপি অনুপাত বাড়ানোর দাবি জানিয়েছে।

চেয়ারম্যান বলেন, “কর অব্যাহতি কমিয়ে আনার পাশাপাশি করদাতাদের হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২০২৫ সালের মার্চ থেকে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে এক জায়গায় ব্যবসার সব নিবন্ধন সনদ পাওয়া যাবে। করপোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে নিয়ে আসা হবে, যাতে কর প্রদানে জটিলতা কমে।”

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, “দেশে উৎপাদনকারী ও সংযোজনকারীদের মধ্যে আইনগত পার্থক্য ও কর অব্যাহতির সুযোগে বৈষম্য রয়েছে, যা সমাধান প্রয়োজন।”

এনবিআর চেয়ারম্যান ওয়ালটনের প্রশংসা করে বলেন, “বিশ্ববাজারে পণ্য রপ্তানি করে ওয়ালটন বাংলাদেশের দূত হিসেবে কাজ করছে। তাদের প্রযুক্তি ও অটোমেশনের অভিজ্ঞতা দেশীয় শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এবারের মেলায় স্থানীয় শিল্পের বিভিন্ন বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে শিল্প খাতের প্রতিনিধি, গবেষক, চিন্তাবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানান আয়োজকরা।

‘জাতীয়’ : আরও খবর

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান

» সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ২৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ